23rd August current affairs in bengali 2023||২৩শে আগস্ট কারেন্ট অ্যাফেয়ার্স 2023

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
২৩শে আগস্ট কারেন্ট অ্যাফেয়ার্স ২০২৩
২৩শে আগস্ট ২০২৩ প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স

আজকে আপনাদের জন্য রইল ২৩শে আগস্ট ২০২৩-এর কারেন্ট অ্যাফেয়ার্স।

National News

1. সম্প্রতি Wipro, IIT Delhi-এর সাথে অংশীদারত্ব করে generative Al এর উপর center of excellence চালু করেছে

2. UNDP ( United Nations Development Programme) তৈরি করেছে ‘ন্যাশনাল কার্বন রেজিস্ট্রি‘ নামে একটি ওপেন সোর্স সফটওয়্যার।

3. Council of Scientific and Industrial Research (CSIR) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অক্লান্ত পরিশ্রম এবং অসাধারণ নেতৃত্বের জন্য শ্রদ্ধা জানিয়ে নমোহ 108’ নামে একটি নতুন পদ্ম প্রজাতির প্রবর্তন করেছে

Bank & Business News

4. YES Bank গ্রাহক প্রতিক্রিয়ার উপর ভিত্তি করে গড়ে তুলেছে একটি অত্যাধুনিক মোবাইল ব্যাংকিং অ্যাপ্লিকেশন ‘iris by YES BANK‘।

5. HDFC গ্রুপ নতুন জীবন বীমা এবং asset management services চালু করেছে গুজরাটের গিফট সিটিতে অবস্থিত ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল সার্ভিস সেন্টারে (IFSC)

6. ইন্ডিয়ান ব্যাঙ্ক, প্রথম পাবলিক সেক্টর ব্যাঙ্ক (PSB) যেটি National E-Governance Services Limited (NeSL)-এর Digital Document Execution (DDE) প্লাটফর্মের দ্বারা ডিজিটাল নথির মাধ্যমে অনলাইন লকার চুক্তি সম্পাদনের সুবিধা প্রসারিত করতে সক্ষম হয়েছে।

Appointment News

7. Zuventus Healthcare Ltd দ্বারা “Omega Sufficient Nation”-এর রাষ্ট্রদূত হিসেবে সূর্যকুমার যাদবকে নিযুক্ত করা হয়েছে।

8. PayPal-এর নতুন CEO হিসেবে নিয়োগ পেয়েছেন Alex Chriss

  • তিনি এর দীর্ঘমেয়াদী CEO Dan Schulman এর জায়গায় নিযুক্ত হলেন।

Summits

9. 4th G20 Trade and Investment Ministerial Meeting, ২৪ এবং ২৫শে আগস্ট জয়পুরে অনুষ্ঠিত হতে চলেছে।

10. লোকসভার স্পিকার ওম বিড়লা 9th Commonwealth Parliamentary Conference– এর উদ্বোধন করলেন উদয়পুরে

Theme: “Strengthening Democracy and Good Governance in Digital Age”.

Defense News

11. ভারতের প্রথম দূরপাল্লার সাইড সুইং রিভলভারপ্রবাল‘ যার রেঞ্জ অন্যান্য রিভলভার এর চেয়ে দ্বিগুণ, ভারতের Advanced Weapons and Equipment India Ltd (AW&EIL) দ্বারা তৈরি এবং সম্প্রতি এটিকে লঞ্চ করা হলো উত্তরপ্রদেশের কানপুরে Small Arms Factory (SFA)-তে

Books & Authors

12. সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এবং নির্মলা সীতারামনKuwi Primer” এবং “Desia Primer” নামক দুটি বই লঞ্চ করলেন উড়িষ্যতে বই দুটি স্থানীয় Kuwi এবং Desia নামক আদিবাসী ভাষায় লিখিত।

Obituary

13. প্রাক্তন DRDO Director জেনারেল Dr V.S. Arunachalam সম্প্রতি ক্যালিফোর্নিয়াতে প্রয়াত হয়েছেন

14. অস্ট্রেলিয়ান সাঁতারু John Thomas Devitt যিনি অলিম্পিকে গোল্ড মেডেল পেয়েছিলেন সম্প্রতি প্রয়াত হলেন

Important Days

15. প্রতি বছর 20 আগস্ট Indian Akshay Urja Day উদযাপন করা হয় ভারতে নবায়নযোগ্য শক্তির উন্নয়ন সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য।

✅️আগের দিনের পোস্টটি পড়ুন…👉

“22nd August current affairs in bengali 2023”
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

1 thought on “23rd August current affairs in bengali 2023||২৩শে আগস্ট কারেন্ট অ্যাফেয়ার্স 2023”

Leave a comment