🔷️ আজকে আপনাদের জন্য রইল ২২শে আগস্ট ২০২৩-এর কারেন্ট অ্যাফেয়ার্স।
National News
1. ভারত এবং ত্রিনিদাদ এবং টোবাগো ‘India Stack‘ Sharing-এর বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে, যেটি Open Application Programming Interfaces (APIs) এবং Digital Public Goods (DPGs)-এর সমন্বয়ে গঠিত।
2. রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, ‘আমার বাংলা, নেশামুক্ত বাংলা’ উদ্বোধন করলেন ‘নেশামুক্ত ভারত অভিযান’-এর অধীনে যা কলকাতার রাজভবনে ব্রহ্মা কুমারীদের দ্বারা আয়োজিত হয়েছিল।
3. কেন্দ্রীয় জল কমিশনের চেয়ারম্যান (CWC) Kushvinder Vohra, ‘ফ্লাডওয়াচ‘ নামক একটি মোবাইল অ্যাপ্লিকেশন চালু করেছেন, যেটি যা সাধারণ মানুষকে 7 দিন পর্যন্ত বাস্তব সময়ের বন্যার তথ্য এবং পূর্বাভাস প্রদান করবে।
State News
4. উত্তরপ্রদেশের প্রথম জেলা হল কনৌজ যেটি ‘e-office‘ নামক একটি ডিজিটাল প্রক্রিয়াকে গ্রহণ করেছে যার উদ্দেশ্য হল মানুষের সময় বাঁচিয়ে ডিজিটাল ভাবে নথিপত্র পরিচালনা করা।
5. রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট ‘Chief Minister Free Annapurna Food Packet Scheme‘ চালু করলেন যার সাহায্যে প্রতি মাসে, রাজ্যের 1.04 কোটিরও বেশি পরিবারকে বিনামূল্যে অন্নপূর্ণা খাবারের প্যাকেট বিতরণ করা হবে।
- এই স্কিমটি ₹19,000 কোটি টাকার ‘Inflation Relief Package’ (মুদ্রাস্ফীতি ত্রাণ প্যাকেজ)-এর অংশ।
Bank & Business News
6. রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) শুরু করেছে তার পাবলিক টেক প্ল্যাটফর্মের জন্য ধার দেওয়া ডিজিটাল পাইলট প্রকল্প, RBI-এর সম্পূর্ণ মালিকানাধীন সহায়ক সংস্থা রিজার্ভ ব্যাঙ্ক ইনোভেশন হাব (RBIH) এর মাধ্যমে।
7. রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর শক্তিকান্ত দাস একটি কেন্দ্রীভূত ওয়েব “UDGAM” (Unclaimed Deposits – Gateway to Access inforMation) যা জনসাধারণের জন্য তাদের দাবিহীন আমানত সনাক্তকরণ প্রক্রিয়াটি সহজতর করে তুলবে।
8. IndusInd Bank Limited, ব্রিটিশ এয়ারওয়েজ এক্সিকিউটিভ ক্লাব এবং কাতার এয়ারওয়েজ প্রিভিলেজ ক্লাবের সাথে অংশীদারত্ব করেছে তার প্রথম ভিসা মাল্টি ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড “IndusInd Bank Avios Visa Infinite Credit Card” চালু করার জন্য।
9. ইন্ডিয়ান ব্যাঙ্ক তার 117 তম প্রতিষ্ঠা দিবস (15 আগস্ট 1907) উপলক্ষে বিভিন্ন শহরে 10টি start-up cells প্রতিষ্ঠা করেছে।
Appointment News
10. PFC (Power Finance Corporation)- এর প্রথম মহিলা Fulltime CMD হিসেবে সম্প্রতি নিযুক্ত হলেন পারমিন্দার চোপড়া।
Defence News
11. Indian Air Force (IAF), host করতে চলেছে ‘Tarang Shakti’ Exercise 2024 সালের মাঝামাঝি সময়ে।
Summits
12. কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডাভিয়া, ভারতের প্রথম চিকিৎসা প্রযুক্তি এক্সপো, ‘India MedTech Expo 2023‘ উদ্বোধন করলেন গান্ধীনগর, গুজরাটে।
Award in News
13. ভারতীয়-আমেরিকান অর্থনীতিবিদ Raj Chetty, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের George Ledlie Prize 2023 দ্বারা সম্মানিত হয়েছেন এছাড়া জীববিজ্ঞানী Michael Springer, ওই একই পুরস্কার দ্বারা ভূষিত হয়েছেন।
Sport News
14. ICC Men’s T20I Player Rankings-এ শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের Suryakumar Yadav, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেছে যথাক্রমে পাকিস্তানের Mohammad Rizwan এবং Babar Azam।
Important Days
15. প্রতি বছর ২০ আগস্ট বিশ্ব মশা দিবস পালন করা হয়, ব্রিটিশ ডাক্তার স্যার রোনাল্ড রসের 1897 সালে ‘স্ত্রী মশারা মানুষদের মাঝে ম্যালেরিয়া রোগ ছড়ায়’ এই আবিষ্কারকে স্মরণ করে।
16. সদ্ভাবনা দিবস, প্রতি বছর 20শে আগস্ট পালিত হয় ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর স্মরণে।
✅️আগের পোস্টটি পড়ুন….👉👉
1 thought on “22nd August current affairs in bengali 2023||২২শে আগস্ট কারেন্ট অ্যাফেয়ার্স 2023”