1st December current affairs in bengali 2023|| ১লা ডিসেম্বর কারেন্ট অ্যাফেয়ার্স 2023

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
1st December current affairs in bengali 2023
১লা ডিসেম্বর ২০২৩ কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা

আজকে আপনাদের জন্য রইল ১লা ডিসেম্বর ২০২৩-এর কারেন্ট অ্যাফেয়ার্স।

National News

1.গির জাতীয় উদ্যান ও অভয়ারণ্যের পর, বরদা বন্যপ্রাণী অভয়ারণ্য (BWLS) এশিয়াটিক সিংহের দ্বিতীয় আবাসস্থল হতে চলেছে

2. কেন্দ্রীয় সরকার সম্প্রতি বিদ্যমান Ayushman Bharat Health and Wellness Centres (AB-HWCs)-এর রিব্র্যান্ড করার সিদ্ধান্ত নিয়েছে, ‘Ayushman Arogya Mandir’-এই নতুন নামে, যার ট্যাগলাইন হবে ‘Arogyam Parmam Dhanam‘৷

3. Air India-এর পর IndiGo, তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence) চালিত চ্যাট এসিস্ট্যান্ট “6Eskai”-এর উন্মোচন করেছে৷

  • Air India চালিত চ্যাট অ্যাসিস্ট্যান্টের নাম “Maharaja”৷

4. Indigo প্রথম এয়ারলাইন, যা নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইট পরিচালনা করতে চলেছে 2024-এর শেষের দিকে

  • প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2021 সালে নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন Jewar, Goutam Buddha Nagar, UP-তে

Bank & Business News

5. রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI), তার ফরেক্স ট্রেডিং প্ল্যাটফর্মেসতর্কতা তালিকা‘ আপডেট করেছে আরও 19টি সত্তা যোগ করে, যার ফলে মোট সংখ্যা 75-এ এসে দাঁড়িয়েছে

6. রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI), Payments Infrastructure Development Fund (PIDF) প্রকল্পের মেয়াদ আরো দু’বছর বাড়িয়েছে ডিসেম্বর 31, 2025 পর্যন্ত

Appointment News

7. ফিনো পেমেন্টস ব্যাংকের অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান হিসেবে সম্প্রতি নিযুক্ত হলেন Rajat Kumar Jain

8. HDFC Bank সম্প্রতি NABARD-এর প্রাক্তন চেয়ারম্যান Harsh Kumar Bhanwala-কে 3 বছরের জন্য ডিরেক্টর হিসেবে নিযুক্ত করেছে৷

9. Armed Forces Transfusion Centre (Delhi Cantt)-এর প্রথম মহিলা কমান্ডিং অফিসার হিসেবে সম্প্রতি নিযুক্ত হলেন Colonel Sunita BS

Ratings

10. S&P Global Ratings, ভারতের জন্য 2024 সালের আর্থিক বছরে জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে 6.4%

Awards in News

11. মেরিয়াম-ওয়েবস্টার অভিধান অনুযায়ী 2023 সালের Word Of The Year হল “Authentic” যার অর্থ “মিথ্যা বা অনুকরণ নয়“৷

12. কম্বোডিয়ার আংকরভাট পৃথিবীর অষ্টম আশ্চর্যে পরিণত হয়েছে, এটি একটি প্রাচীন হিন্দু মন্দির৷

  • রাজা দ্বিতীয় সূর্যবর্মণ 12 শতকে মন্দিরটিকে তৈরি করিয়েছিলেন 30 বছর সময় ধরে৷

Books & Authors

13. ‘Pranab, My Father: A Daughter Remembers’ নামক একটি বই সম্প্রতি প্রকাশ পেয়েছে যেটি লিখেছেন Sharmishtha Mukherjee

Sport News

14. IBSF 6-Red Snooker World Championship টাইটেলটি জিতলেন Vidya Pillai (তামিলনাড়ু), যেটি সম্প্রতি দোহা, কাতারে অনুষ্ঠিত হয়েছে৷

15. Kho Kho Season 2, 24 শে ডিসেম্বর থেকে অনুষ্ঠিত হতে চলেছে, যেটা হোস্ট করবে উড়িষ্যা

  • খেলাটি অনুষ্ঠিত হবে উড়িষ্যার কটক শহরের জহরলাল নেহেরু ইন্দোর স্টেডিয়ামে

Important Days

16. জাতীয় সংবিধান দিবস প্রতিবছর 26শে নভেম্বর পালন করা হয়

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

1 thought on “1st December current affairs in bengali 2023|| ১লা ডিসেম্বর কারেন্ট অ্যাফেয়ার্স 2023”

Leave a comment