আজকে আপনাদের জন্য রইল ১লা ডিসেম্বর ২০২৩-এর কারেন্ট অ্যাফেয়ার্স।
National News
1.গির জাতীয় উদ্যান ও অভয়ারণ্যের পর, বরদা বন্যপ্রাণী অভয়ারণ্য (BWLS) এশিয়াটিক সিংহের দ্বিতীয় আবাসস্থল হতে চলেছে৷
2. কেন্দ্রীয় সরকার সম্প্রতি বিদ্যমান Ayushman Bharat Health and Wellness Centres (AB-HWCs)-এর রিব্র্যান্ড করার সিদ্ধান্ত নিয়েছে, ‘Ayushman Arogya Mandir’-এই নতুন নামে, যার ট্যাগলাইন হবে ‘Arogyam Parmam Dhanam‘৷
3. Air India-এর পর IndiGo, তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence) চালিত চ্যাট এসিস্ট্যান্ট “6Eskai”-এর উন্মোচন করেছে৷
- Air India চালিত চ্যাট অ্যাসিস্ট্যান্টের নাম “Maharaja”৷
4. Indigo প্রথম এয়ারলাইন, যা নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইট পরিচালনা করতে চলেছে 2024-এর শেষের দিকে৷
- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2021 সালে নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন Jewar, Goutam Buddha Nagar, UP-তে৷
Bank & Business News
5. রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI), তার ফরেক্স ট্রেডিং প্ল্যাটফর্মে ‘সতর্কতা তালিকা‘ আপডেট করেছে আরও 19টি সত্তা যোগ করে, যার ফলে মোট সংখ্যা 75-এ এসে দাঁড়িয়েছে৷
6. রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI), Payments Infrastructure Development Fund (PIDF) প্রকল্পের মেয়াদ আরো দু’বছর বাড়িয়েছে ডিসেম্বর 31, 2025 পর্যন্ত৷
Appointment News
7. ফিনো পেমেন্টস ব্যাংকের অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান হিসেবে সম্প্রতি নিযুক্ত হলেন Rajat Kumar Jain৷
8. HDFC Bank সম্প্রতি NABARD-এর প্রাক্তন চেয়ারম্যান Harsh Kumar Bhanwala-কে 3 বছরের জন্য ডিরেক্টর হিসেবে নিযুক্ত করেছে৷
9. Armed Forces Transfusion Centre (Delhi Cantt)-এর প্রথম মহিলা কমান্ডিং অফিসার হিসেবে সম্প্রতি নিযুক্ত হলেন Colonel Sunita BS৷
Ratings
10. S&P Global Ratings, ভারতের জন্য 2024 সালের আর্থিক বছরে জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে 6.4%৷
Awards in News
11. মেরিয়াম-ওয়েবস্টার অভিধান অনুযায়ী 2023 সালের Word Of The Year হল “Authentic” যার অর্থ “মিথ্যা বা অনুকরণ নয়“৷
12. কম্বোডিয়ার আংকরভাট পৃথিবীর অষ্টম আশ্চর্যে পরিণত হয়েছে, এটি একটি প্রাচীন হিন্দু মন্দির৷
- রাজা দ্বিতীয় সূর্যবর্মণ 12 শতকে মন্দিরটিকে তৈরি করিয়েছিলেন 30 বছর সময় ধরে৷
Books & Authors
13. ‘Pranab, My Father: A Daughter Remembers’ নামক একটি বই সম্প্রতি প্রকাশ পেয়েছে যেটি লিখেছেন Sharmishtha Mukherjee৷
Sport News
14. IBSF 6-Red Snooker World Championship টাইটেলটি জিতলেন Vidya Pillai (তামিলনাড়ু), যেটি সম্প্রতি দোহা, কাতারে অনুষ্ঠিত হয়েছে৷
15. Kho Kho Season 2, 24 শে ডিসেম্বর থেকে অনুষ্ঠিত হতে চলেছে, যেটা হোস্ট করবে উড়িষ্যা৷
- খেলাটি অনুষ্ঠিত হবে উড়িষ্যার কটক শহরের জহরলাল নেহেরু ইন্দোর স্টেডিয়ামে৷
Important Days
16. জাতীয় সংবিধান দিবস প্রতিবছর 26শে নভেম্বর পালন করা হয়৷
1 thought on “1st December current affairs in bengali 2023|| ১লা ডিসেম্বর কারেন্ট অ্যাফেয়ার্স 2023”