আজকে আপনাদের জন্য রইল ১৮ই অক্টোবর ২০২৩-এর কারেন্ট অ্যাফেয়ার্স।
National News
1. Indian Space Association এবং GIFAS (Groupement des Industries Françaises Aéronautiques et Spatiales) একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে, মহাকাশ উদ্যোগ ক্ষমতাকে আরো উৎসাহ দিতে।
2. ভারতীয় রেলওয়ের অধীনে, IRCON (Ircon International Limited) এবং RITES Ltd, এই দুটি সেন্ট্রাল পাবলিক সেক্টর এন্টারপ্রাইস (CPSE) সম্প্রতি 15 এবং 16তম নবরত্নের মর্যাদা পেয়েছে।
3. কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মান্ডাভিয়া, Tele-MANAS (Tele Mental Health Assistance and Networking Across States)-এর নতুন লোগো উদ্বোধন করলেন।
4. হ্রদের শহর নামে পরিচিত উদয়পুর তার মনোমুগ্ধকর পরিবেশ, হ্রদ, দুর্গের জন্য পরিচিত, সম্প্রতি ভারতের প্রথম জলাভূমি শহর হতে চলেছে।
- বর্তমানে, বিশ্বব্যাপী 42টি জলাভূমি শহর রয়েছে।
State News
5. কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন মুন্ডা, সম্প্রতি TRIFED (Tribal Cooperative Marketing Development Federation of India)- এর দ্বারা আয়োজিত ঝাড়খণ্ডে আদি মহোৎসবের উদ্বোধন করলেন।
Bank & Business News
6. এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (ADB), বাংলাদেশকে ভ্যাকসিন তৈরি করার জন্য $338 মিলিয়ন লোন দিতে চলেছে।
7. India Post Payments Bank (IPPB) এবং Small Industries Development Bank of India (SIDBI) একটি চুক্তি স্বাক্ষর করেছে, গ্রামীণ এবং প্রত্যন্ত অঞ্চলের MSMEs-কে আর্থিক এবং অন্যান্য সহায়তা পরিষেবা বর্ধিত করার জন্য।
Defense News
8. ন্যাশনাল সাইবার সিকিউরিটি, একটি সামরিক মহড়ার আয়োজন করেছে যার নাম ‘Bharat NCX 2023’।
Ranks & Reports
9. Global Hunger Index অনুযায়ী, ভারত 125টি দেশের মধ্যে 111তম স্থান অধিকার করেছে।
Award in News
10. NTPC Limited, Forbes-এর দ্বারা “World’s Best Employers 2023”-এর মর্যাদা পেয়েছে এবং সেরা 700টি কোম্পানির মধ্যে 261তম স্থান অধিকার করেছে।
11. প্রখ্যাত হলিউড অভিনেতা ও প্রযোজক মাইকেল ডগলাসকে সম্মানজনক, সত্যজিৎ রায় লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, ভারতের 54তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (IFFI)।
Sport News
12. ICC Players of the Month (সেপ্টেম্বর) হয়েছেন ভারতের Shubman Gill এবং শ্রীলংকার Chamari Athapaththu।
Books & Authors
13. ChatGPT-এর উপর সম্প্রতি একটি বই প্রকাশ পেয়েছে-The Professionals’ Handbook to ChatGPT যেটি লিখেছেন Pattabhi Ram V এবং Dungar Chand U Jain।
Important Days
14. World Egg Day 2023, সম্প্রতি 13 অক্টোবর পালন করা হলো।
Theme: “Eggs for a healthy future.”
15. বিশ্ব ছাত্র দিবস, 15 অক্টোবর পালন করা হয়েছে।
Theme: “FAIL: stands for First Attempt in Learning”.
16. 16 অক্টোবর, বিশ্ব খাদ্য দিবস পালিত হয় স্বাস্থ্যকর খাদ্য সম্পর্কে মানুষকে অনুপ্রাণিত করার জন্য।
✅️ আগের পোস্টটি পড়ুন…
1 thought on “18th October current affairs in bengali 2023|| ১৮ই অক্টোবর কারেন্ট অ্যাফেয়ার্স 2023”