আজকে আপনাদের জন্য দেওয়া রইলো ১৭ই অক্টোবর ২০২৩-এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স mcq প্রশ্ন উত্তর।
1. Skyroot Aerospace Private Limited Space firms Promethee Earth Intelligence এবং ConnectSAT নামক দুটি মহাকাশ সংস্থার সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে, এই সংস্থা দুটি কোথায় অবস্থিত?
(A) কানাডা
(B) জার্মানি
(C) ফ্রান্স
(D) মার্কিন যুক্তরাষ্ট্র
View Answer2. ‘A-HELP’- নামক প্রকল্পটি কোন সংস্থা দ্বারা চালু করা হলো?
(A) NDMA
(B) DAHD
(C) ISRO
(D) NITI Aayog
View Answer3. ‘Van Mirta‘ নামক প্রকল্পটি কোন রাজ্যে চালু করা হয়েছে?
(A) চন্ডিগড়
(B) হিমাচল প্রদেশ
(C) রাজস্থান
(D) ছত্রিশগড়
View Answer4. সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, Paytm Payment Bank- এর উপর কত টাকা জরিমানা আরোপ করেছে?
(A) 5.39 কোটি টাকা
(B) 5.19 কোটি টাকা
(C) 5.49 কোটি টাকা
(D) 5.79 কোটি টাকা
View Answer5. ‘iFinance‘ নামক সুবিধাটি launch করলো কোন ব্যাংক?
(A) IDBI Bank
(B) IDFC FIRST Bank
(C) IndusInd Bank Ltd
(D) ICICI Bank
View Answer6. SBIFML সম্প্রতি কোন ব্যাংকের 9.99% share অর্জন করার অনুমতি পেয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কাছ থেকে?
(A) Paytm Payment Bank
(B) Bandhan Bank
(C) IndusInd Bank
(D) Axis Bank
View Answer7. অজিত পাওয়ার সম্প্রতি পুনে ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকে ডিরেক্টর পদ থেকে ইস্তাফা নিয়েছেন, তিনি কোন রাজ্যের উপমুখ্যমন্ত্রী?
(A) রাজস্থান
(B) ঝাড়খন্ড
(C) বিহার
(D) মহারাষ্ট্র
View Answer8. 8th BRICS International Competition Conference সম্প্রতি কোথায় আয়োজিত হয়েছে?
(A) রাজস্থান
(B) নয়া দিল্লি
(C) পশ্চিমবঙ্গ
(D) হিমাচল প্রদেশ
View Answer9. Dahyabhai Karunashankar Shastri সম্প্রতি প্রয়াত হয়েছেন, তিনি কোন পেশার সাথে যুক্ত ছিলেন?
(A) সংস্কৃত পন্ডিত
(B) তবলা বাদক
(C) শাস্ত্রীয় সংগীত শিল্পী
(D) অধ্যাপক
View Answer10. Global Handwashing Day কত তারিখে পালন করা হলো?
(A) 8 অক্টোবর
(B) 14 অক্টোবর
(C) 15 অক্টোবর
(D) 12 অক্টোবর
View Answer✅️ আগের কুইজে যোগ দিন…
1 thought on “17th October Current affairs Quiz in bengali 2023|| ১৭ই কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন উত্তর”