আজকে আপনাদের জন্য রইল ১৭ই অক্টোবর ২০২৩-এর কারেন্ট অ্যাফেয়ার্স।
National News
1. Skyroot Aerospace Private Limited, দুটি ফ্রান্স ভিত্তিক মহাকাশ সংস্থার সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে, যার মধ্যে প্রথমটি হল Space firms Promethee Earth Intelligence এবং দ্বিতীয়টি ConnectSAT।
2. DAHD (Department of Animal Husbandry and Dairying), ‘A-HELP’ নামক প্রোগ্রাম চালু করেছে ঝাড়খণ্ডের মহিলাদের স্বনির্ভর করার জন্য।
State News
3. হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু সম্প্রতি ‘Van Mirta‘ নামক সম্প্রদায় ভিত্তিক বন সংরক্ষণ প্রকল্প অনুমোদন করেছে।
Bank & Business News
4. CBDT (Central Board of Direct Taxation) সম্প্রতি জানিয়েছে অনাবাসী ব্যক্তি এবং বিদেশী কোম্পানির GIFT IFSC-এ ব্যাংক অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে স্থায়ী অ্যাকাউন্ট নম্বর (PAN)-এর আর প্রয়োজন হবে না।
5. সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, পেটিএম পেমেন্ট ব্যাংকের উপর ₹5.39 কোটি টাকার আর্থিক জরিমানা আরোপ করেছে KYC নিয়ম লঙ্ঘনের জন্য।
6. ICICI Bank ‘iFinance‘ নামক একটি নতুন সুবিধা লঞ্চ করেছে যা গ্রাহকদের সমস্ত সঞ্চয় এবং তাদের কারেন্ট একাউন্ট একই জায়গায় দেখার সুবিধা প্রদান করবে।
7. SBIFML (SBI Funds Management Limited) সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অনুমোদন পেয়েছে IndusInd Bank-এর 9.99% পর্যন্ত শেয়ার অর্জন করার জন্য।
Appointment & Resignation
8. মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার, পুনে ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংক লিমিটেডের ডিরেক্টর পদ থেকে ইস্তফা দিয়েছেন।
Summits
9. CCI (Competition Commission of India) সম্প্রতি 8th BRICS International Competition Conference-এর আয়োজন করেছে নতুন দিল্লিতে।
Science & Tech
10. ইউরোপীয়দের প্রথম প্রাইভেট রকেট MIURA 1 SN1 সম্প্রতি PLD Space থেকে লঞ্চ করা হলো।
Obituary
11. সংস্কৃত পণ্ডিত এবং পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত Dahyabhai Karunashankar Shastri সম্প্রতি প্রয়াত হয়েছেন।
Important Days
12. বিশ্ব বাত দিবস (World Arthritis Day) প্রতিবছর 12 অক্টোবর পালন করা হয়।
Theme: “Living with an RMD at all stages of life”।
13. Global Handwashing Day 15 অক্টোবর পালন করা হয়েছে।
Theme: “Clean hands are within reach”।
✅️ আগের পোস্টটি পড়ুন…
1 thought on “17th October current affairs in bengali 2023|| ১৭ই অক্টোবর কারেন্ট অ্যাফেয়ার্স 2023”