প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স: আজকে আপনাদের জন্য রইল ১৬ই আগস্ট ২০২৩-এর কারেন্ট অ্যাফেয়ার্স।
National News
1. ‘Bastar Railway Private Limited‘ (BRPL)-কে সম্পূর্ণরূপে বন্ধ করার জন্য রেল মন্ত্রণালয় অনুমোদন দিয়েছে।
2. কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার মন্ত্রকের মন্ত্রী ডাঃ মনসুখ মান্ডাভিয়া, বার্ষিক দেশব্যাপী ২য় পর্বের Mass Drug Administration (MDA) campaign এর উদ্বোধন করেছেন Lymphatic Filariasis (LF) নামক ব্যাধিকে সম্পূর্ণরূপে নির্মূল করার জন্য।
- 2nd Phase এ 9টি রাজ্যের 81টি জেলাকে cover করা হবে।
3. ভারতের সুপ্রিম কোর্ট জম্মু-কাশ্মীর হাইকোর্টের প্রাক্তন বিচারপতি গীতা মিত্তলের নেতৃত্বে হাইকোর্টের 3 জন প্রাক্তন বিচারপতিদের নিয়ে একটি সর্ব-মহিলা কমিটি গঠন করতে চলেছে ত্রাণ পুনর্বাসন তদারকি এবং মণিপুরে পুনর্নির্মাণের ব্যবস্থার জন্য।
4. The Navigation with Indian Constellation (NavIC)-এর সাথে একীভূত হবে আধার তালিকাভুক্ত ডিভাইস।
5. রেলপথ মন্ত্রক সারাদেশের রেলওয়ে স্টেশনগুলিতে Pradhan Mantri Bhartiya Janaushadhi Kendras (PMBJKs) প্রতিষ্ঠার লক্ষ্যে একটি উল্লেখযোগ্য প্রচেষ্টা শুরু করছে৷ সাশ্রয়ী মূল্যে সর্বসাধারণের কাছে শীর্ষস্থানীয় ওষুধের উপলব্ধতা নিশ্চিত করা এই উদ্যোগের প্রাথমিক উদ্দেশ্য।
6. ভ্রমণ সংস্থা MakeMyTrip, 600 টিরও বেশি অনন্য এবং অপ্রচলিত ভ্রমণ গন্তব্যের সাথে পরিচয় করিয়ে দিতে পর্যটন মন্ত্রকের সাথে একটি সহযোগিতার ঘোষণা করেছে। কোম্পানি এই উদ্যোগের সুবিধার্থে ‘Traveller’s Map of India’ নামে একটি বিশেষ মাইক্রোসাইট চালু করেছে।
State News
7. নাগাল্যান্ডের প্রথম ‘Naga Traditional Cuisine lab‘ (নাগা ঐতিহ্যবাহী খাবারের ল্যাব) কোহিমা জেলার অধীনে জাপফু খ্রিস্টান কলেজে চালু হয়েছে।
8. রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট জ্বালানি সারচার্জ সম্পূর্ণ মওকুফের ঘোষণা করেছেন রাজস্থানের গার্হস্থ্য এবং কৃষিবিদ্যুৎ গ্রাহকদের জন্য।
- উল্লেখ্য যে, এরপর থেকে কোনো ভোক্তাকে Surcharge দিতে হবে না 200 ইউনিটের বেশি বিদ্যুৎ ব্যবহারের পর।
Bank & Business News
9. IIITD-IC (Innovation and Incubation Centre) এবং YES Bank একটি চুক্তি স্বাক্ষর করেছে ভারতের Startup গুলিকে সমর্থন করা এবং আগে বৃদ্ধির জন্য।
10. সিঙ্গাপুরভিত্তিক Helios Capital Management PTE Ltd-কে Securities and Exchange Board of India (SEBI) থেকে অনুমোদন দেওয়া হয়েছে, মিউচুয়াল ফান্ড (MF) ব্যবসা চালু করার জন্য।
11. NPCI (National Payments Corporation of India) চালু করেছে “UPI Chalega 3.0 Campaign” UPI গ্রহণ এবং নিরাপত্তা সচেতনতা চালাতে।
Summits
12. ERMED ফেডারেশন এর চতুর্থ জাতীয় সম্মেলন শুরু হয়েছে নতুন দিল্লিতে।
13. Traditional Medicine Global Summit অনুষ্ঠিত হতে চলেছে গান্ধীনগর, গুজরাটে।
Defense News
14. Indian Air Force তার অত্যাধুনিক ‘Heron Mark 2 drones‘ যুক্ত করেছে, যেটির Strike ক্ষমতা রয়েছে এবং এটি চীন ও পাকিস্তান উভয়ের সীমান্তে এককভাবে নজরদারি চালাতে পারে।
Important Days
15. প্রতি বছর ১৩ আগস্ট International Lefthanders Day পালন করা হয়।
Theme: “Left-Handers in Sports“
✅️ আগের পোস্টটি পড়ুন…👇👇
1 thought on “16th August current affairs in bengali 2023||১৬ই আগস্ট কারেন্ট অ্যাফেয়ার্স 2023”