15th August current affairs in bengali 2023||১৫ই আগস্ট কারেন্ট অ্যাফেয়ার্স 2023

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
15 August current affairs in bengali 2023
15th August today’s current affairs in bengali

কারেন্ট অ্যাফেয়ার্স mcq প্রশ্ন উত্তর: আজকে আপনাদের জন্য রইল ১৫ই আগস্ট 2023-এর কারেন্ট অ্যাফেয়ার্স।

National News

1. উড়িষ্যার পারাদ্বীপ পোর্ট অথরিটি, দ্রুততম প্রধান প্রধান বন্দরে পরিণত হয়েছে, যেটি বর্তমান অর্থবছরে 50 মিলিয়ন মেট্রিক টন কার্গো পরিচালনা করেছে

2. লোকসভায় সরকার বলেছে, 5.33 কোটি গ্রাহক এখনও পর্যন্ত অটল পেনশন যোজনায় (APY) নাম নথিভুক্ত করেছেন

  • অটল পেনশন যোজনা 9 May 2015 সালে চালু হয়েছিল
  • এটি ভারতের সকল নাগরিকদের বিশেষ করে বার্ধক্য আয়ের নিরাপত্তা প্রদানের লক্ষ্য রাখে এবং অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের জন্য গড়ে তোলা।

3. National Company Law Tribunal (NCLT), SONY গ্রুপের দক্ষিণ এশীয় ইউনিট এবং ZEE বিনোদনয়ের মধ্যে মেগা একত্রিকরনের অনুমোদন দেয়

4. মহারাষ্ট্রের New Amravati Railway Station, Central Railway-এর 3rd Pink Station হয়েছে যেটি সম্পূর্ণ মহিলা কর্মীদের দ্বারা পরিচালিত

International News

5. চীনের অর্থনীতি ভোক্তা হিসেবে মুদ্রাস্ফীতির মধ্যে পড়ে গেছে গত দু বছরের মধ্যে প্রথম বার জুলাই মাসে

State News

6. রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট ইন্দিরা গান্ধী স্মার্ট ফোন স্কিম চালু করেছেন, জয়পুরে

  • এই প্রকল্পের অধীনে, রাজ্যের 1.3 কোটি মহিলা তিন বছরের ডেটা সহ বিনামূল্যে স্মার্টফোন পাবেন।

7. ছত্তিশগড়ের ধামতরি জেলার একটি বিশেষভাবে দুর্বল উপজাতি গোষ্ঠী (PVTG) ‘কামার’ আবাসের অধিকার পেয়েছে

8. কেরালা বিধানসভা সর্বসম্মতিক্রমে একটি রেজোলিউশন পাশ করেছে যেখানে রাজ্যের নাম ‘কেরালা‘ থেকে ‘কেরালাম‘ করার জন্য কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করা হয়।

  • প্রস্তাবে বলা হয়েছে, “মালয়ালম ভাষায় আমাদের রাজ্যের নাম কেরালাম”।

9. আসাম সরকার 1 নভেম্বর থেকে 10 জানুয়ারী ক্রীড়া প্রতিভা চিহ্নিত করতে ‘খেল মহারণ’-এর আয়োজন করবে।

10. 10th আগস্ট World Lion Day উপলক্ষে গুজরাটের মুখ্যমন্ত্রী লঞ্চ করেছেন ‘Sinh Suchna‘ নামক একটি Web App যেটি জঙ্গলে সিংহের গতিবিধি Track করতে সাহায্য করবে

Bank & Business News

11. RBI-এর অস্থায়ী তথ্য অনুসারে, 14-লক্ষ কোটি টাকার Non-Performing Assets (NPAs) FY15 থেকে FY23 (9 বছর) পর্যন্ত Scheduled commercial banks দ্বারা বাতিল করা হয়েছিল

12. IRDAI (Insurance Regulatory and Development Authority of India) 15 টি শীর্ষস্থানীয় বীমা কোম্পানিকে 1st এপ্রিল 2024 (FY25) থেকে নতুন ভারতীয় Accounting Standard (IND-AS) গ্রহণ করতে বলেছে

13. রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (RBI) 4টি সমবায় ব্যাঙ্কগুলিতে 4.20 লক্ষ মোট মুদ্রা জরিমানা আরোপ করে কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে। এই ব্যাংকগুলি হলো যথাক্রমে-

  • Vita Urban Cooperative Bank Ltd- 1.50 লক্ষ টাকা
  • Shri Vinayak Sahakari Bank Ltd- 1.50 লক্ষ টাকা
  • Shreeji Bhatia Cooperative Bank Ltd-1 লক্ষ টাকা
  • Mizoram Urban Cooperative Development Bank Ltd- 20,000 টাকা

Awards in News

14. RICS South Asia Awards প্রথমবার লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন Subhash Runwal

Summits

15. 2nd edition India Startup Festival 2023 ব্যাঙ্গালোরে অনুষ্ঠিত হয়েছে

Science & Tech

16. রাশিয়া চাঁদে Luna-25 Mission launch করেছে

Sport News

17. World Cadet Wrestling Championships 2023-এ ভারতীয় কুস্তিগীর Savita মহিলাদের 61 কেজি ওজন বিভাগে ভারতের জন্য একমাত্র সোনা জিতেছে

Obituary

18. প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা Siddique ৬৩ বছর বয়সে প্রয়াত হয়েছেন কোচিতে

19. বিখ্যাত পদ্মভূষণ প্রাপক এবং পারমাণবিক পদার্থবিদ Bikash Sinha সম্প্রতি প্রয়াত হয়েছেন

Important Days

20. প্রথমবার UN’s World Steelpan Day পালিত হল 11th আগস্ট

21. Government e-Marketplace (GeM) তার 7th প্রতিষ্ঠা দিবস পালন করলো 10th আগস্ট

22. 13 আগস্ট বিশ্ব অঙ্গ দান দিবস পালন করা হয়
অঙ্গদানের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য।

Theme: “Step up to volunteer; need more organ donors to fill the lacunae”.

✅️আগের পোস্টটি পড়ুন👇👇

“13 & 14th August current affairs in bengali 2023”
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

1 thought on “15th August current affairs in bengali 2023||১৫ই আগস্ট কারেন্ট অ্যাফেয়ার্স 2023”

Leave a comment