1st July current affairs in bengali 2023|| ১লা জুলাই কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Current affairs in bengali 1 july 2023
কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা 1 july 2023

Daily current affairs in bengali– কারেন্ট অ্যাফেয়ার্স সমস্ত রকমের প্রতিযোগিতামূলক সরকারি চাকরির পরীক্ষা যেমন Public Service Comission, IBPS, SBI, RBI, IBPS RRB, WBCS, WBP Constable, WBP SI, SSC, RAIL, LIC ইত্যাদি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য একটি অতি গুরুত্বপূর্ণ বিষয়। যে কোনো ধরণের Competitive exam এর জন্য কারেন্ট অ্যাফেয়ার্স একটি অপরিহার্য বিষয়। আমাদের ওয়েবসাইট এ প্রতিদিন যে কারেন্ট অ্যাফেয়ার্স প্রদান করা হয় সেগুলো বিভিন্ন ধরনের Newspaper যেমন The Hindu, Indian Express, Times of India, Business Standard এবং বিভিন্ন ধরণের সরকারি ওয়েবসাইট থেকে নেওয়া হয়।

আমাদের উদ্দেশ্য হলো প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স বিভিন্ন ধরণের Source থেকে সংগ্রহ করে আপনাদের সামনে সুন্দর ভাবে উপস্থাপনা করা যাতে আপনারা সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স এক জায়গাতে পেয়ে যান এবং আপনাদের সময় বাঁচে। তাই প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স পেতে follow করুন আমাদের gkguide.in ওয়েবসাইট।

Todays current affairs in bengali:

চলুন তাহলে দেখে নেওয়া যাক 1 July 2023 এর গুরুত্তপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি-

National News

1. কেন্দ্রীয় জলপথ মন্ত্রী Sarbananda Sonowal সাগর সামাজিক সহায়ক (Sagar samajik Sahayog) নামক একটি নতুন CSR (Corporate Social Responsibility) নির্দেশিকা চালু করেছেন৷

2. ২৭-এ জুন International MSME Day উপলক্ষে The Ministry of Micro, Small and Medium Enterprises উদযাপন করেছে Udyami Bharat-MSME Day, যেদিন ‘CHAMPIONS 2.0’ Portal চালু করা হয়েছে ৷

3. Ministry of Culture এবং Canara bank-এর মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে অভিজ্ঞ এবং প্রবীণ শিল্পীদের আর্থিক সহায়তা করার জন্য ৷ এই চুক্তি Scheme for Financial Assistance for Veteran Artists– এর অধীনে করা হয়েছে এতে বলা হয়েছে এই সমস্ত শিল্পীদের প্রতিমাসে ৬০০০ টাকা করে দেওয়া হবে যাদের বয়স ৬০ বছরের উর্ধ্বে

International News

4. WHO (World HealthOrganization) এবং Global Citizen আগামী 3 বছরের জন্য চুক্তি স্বাক্ষরিত করেছে সকল মানুষের স্বাস্থ্য সুরক্ষা প্রচার করার জন্য।

5. WEF (World EconomicForum) এর রিপোর্ট, “Fostering Effective Energy Transition 2023” অনুযায়ী ভারত ETI (Energy Transition Index) তে 67th rank করেছে, যাতে সুইডেন প্রথম, ডেনমার্ক দ্বিতীয়নরওয়ে তৃতীয় স্থান অধিকার করেছে।

6. IMD (International Institute for Management Development) 35তম World Competitiveness Index প্রকাশ করেছে যাতে ভারত 40 তম স্থান অধিকার করেছে এই Index অনুযায়ী প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী দেশগুলি হলো যথাক্রমে ডেনমার্ক, আয়ারল্যান্ড ও সুইজারল্যান্ড

State News

7. Assam চুক্তি স্বাক্ষরিত করেছে Caspian Equity-এর সাথে কৃষি উৎপাদনশীলতাকে আরো উন্নত করার জন্য এবং এতে খরচা হিসেবে 250 কোটি টাকা ধার্য করা হয়েছে।

8. উত্তরপ্রদেশ 7 টি হস্তশিল্প পণ্যের জন্য GI Tag (Geographical Indication) পেয়েছে।

9. অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ‘Jagananna Amma Vodi‘ নামক একটি প্রকল্প শুরু করেছেন 4 বছরের জন্য এবং এর জন্য 6,393 কোটি টাকা বাজেট নির্ধারণ করা হয়েছে ।

Ranking News

10. QS World University Ranking 2024 অনুযায়ী IIT-B (Indian Institute of Technology Bombay) হলো একমাত্র ভারতীয় প্রতিষ্ঠান যে প্রথম ১৫০ টি প্রতিষ্ঠানের মধ্যে Rank করেছে

এই list এ প্রথম স্থান অধিকার করেছে Massachusetts Institute of Technology (MIT),Cambridge, USA

Banking News

11. Kotak Mahindra General Insurence company partnership করেছে actyv.ai নামক একটি কোম্পানির সাথে ভারতের MSME (Micro, Small and Medium Enterprise) গুলিকে Customize Insurence Products প্রদান করার জন্য ।

12. ভারতের Reserve Bank of India, Mahalaxmi Cooperative Bank এর license বাতিল করেছে এবং NBFC (Non-Banking Financial Company) হিসেবে কাজ করার জন্য নির্দেশ দিয়েছে ।

13. L&T এবং BSNL partnership করেছে 5G (Fifth Generation) network solution প্রদান করার জন্য।

14. ICICI Lombard এবং ICICI Prudential life Insurance company ‘iShield’ নামক একটি product launch করেছে যেটি একই সাথে Health এবং Life cover করবে ।

Awards News

15. Angela Bassett, Mel Brooks এবং Carol Littleton Oscars for Lifetime Achievement পেতে চলেছেন 14th Governor Awards, যেটা Los Angeles-এ অনুষ্ঠিত হবে ।

এই অনুষ্ঠানে Sundance এর director Michelle Satter কে ও Jean Humanitarian Award দ্বারা সম্মানিত করা হবে।

16. UK প্রধানমন্ত্রী Rishi Sunak 101 বছর বয়সী Retired British Indian Soldier Rajinder Singh Dhatt কে UK Points of Lights Award দ্বারা সম্মানিত করেছেন ।

17. ভারতের প্রথম Olympic medalist Mary Kom কে Global Indian Icon of the year award দ্বারা সম্মানিত করা হয়েছে UK-India Awards অনুষ্ঠানে, এখানে চলচ্চিত্র নির্মাতা Shekhar Kapur কেও Lifetime Achievement Award দ্বারা সম্মানিত করা হয়েছে।

 App/Portal News

18. Adani Group এর প্রতিষ্ঠাতা Goutam Adani ভারতের Cricket team-এর জন্য ‘Jeetenge Hum’ নামক একটা Campaign launch করেছেন ।

19. কেন্দ্রীয় মন্ত্রী Parshottam Rupala “Report Fish Disease” নামক একটি App launch করেছেন।

Appointment News

20. Hindustan Unilever Limited (HUL) কোম্পানির নতুন MD এবং CEO পদে নিযুক্ত হয়েছেন Rohit Jawa

Important Days

21. প্রতিবছর 1st July, Dr. Bidhan Chandra Roy-এর জন্মশতবার্ষিকী উপলক্ষে National Doctor’s Day হিসাবে পালন করা হয়।

এ বছরের Theme– “Celebrating Resilience and Healing Hands“।

Thank you for being with us….Please share with your friends

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a comment