জুলাই মাসের কারেন্ট অ্যাফেয়ার্স– কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা সমস্ত রকমের প্রতিযোগিতামূলক সরকারি চাকরির পরীক্ষা যেমন Public Service Comission, IBPS, SBI, RBI, IBPS RRB, WBCS, WBP Constable, WBP SI, SSC, RAIL, LIC ইত্যাদি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য একটি অতি গুরুত্বপূর্ণ বিষয়। যে কোনো ধরণের Competitive exam এর জন্য কারেন্ট অ্যাফেয়ার্স একটি অপরিহার্য বিষয়। আমাদের ওয়েবসাইট এ প্রতিদিন যে কারেন্ট অ্যাফেয়ার্স প্রদান করা হয় সেগুলো বিভিন্ন ধরনের Newspaper যেমন The Hindu, Indian Express, Times of India, Business Standard এবং বিভিন্ন ধরণের সরকারি ওয়েবসাইট থেকে নেওয়া হয়।
আমাদের উদ্দেশ্য হলো প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স বিভিন্ন ধরণের Source থেকে সংগ্রহ করে আপনাদের সামনে সুন্দর ভাবে উপস্থাপনা করা যাতে আপনারা সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স এক জায়গাতে পেয়ে যান এবং আপনাদের সময় বাঁচে। তাই প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স পেতে follow করুন আমাদের gkguide.in ওয়েবসাইট।
Todays current affairs in bengali:
চলুন তাহলে দেখে নেওয়া যাক 6th July 2023 এর গুরুত্তপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি-
National News
1. NADA India (National Anti-Doping Agency) চুক্তি স্বাক্ষর করেছে SARADO (South Asia Regional Anti-Doping Organisation)-এর সাথে, যেটি বাংলাদেশ, ভুটান, মালদ্বীপ, নেপাল এবং শ্রীলঙ্কাকে নিয়ে সংগঠিত।
- NADA India–SARADO Cooperation Meet নতুন দিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল।
2. India Post এবং Canada Post একটি ‘Billateral Tracked Packet Agreement’ sign করেছে।
- এই চুক্তির প্রধান উদ্দেশ্য হল দুটি দেশের মধ্যে ITPS (International Tracked Packet Service) চালু করা, e-commerce export কে আরও সহজতার করে তোলার জন্য।
3. Union minister for Women and Child Development, Smriti Irani একটি নতুন Scheme launch করেছেন, যৌন নির্যাতনের শিকার গর্ভবতী নাবালিকাদের জন্য যারা পারিবারিক সহায়তা পায় না।
- Nirbhaya Fund এর অধীনে এটা করা হবে যার বাজেট হল Rs. 74.10 কোটি। স্কিমটির লক্ষ্য একটি সমন্বিত সমর্থন ব্যবস্থা প্রদান করা এবং ‘Mission Vatsalya‘ এর প্রশাসনিক কাঠামোর উপকারিতা কে বাড়ানো।
4. Union Minister Sarbananda Sonowal একটি অভিযান চালিয়েছেন সারা ভারতের বিখ্যাত 75 টি Lighthouses কে পর্যটন গন্তব্যে পরিণত করার জন্য।
- তিনি প্রথম তিনটি renovated lighthouses উদ্বোধন করলেন গুজরাটের Dwarka, Gopnath এবং Veraval-এ।
5. এই প্রথমবার ভারতে ‘Banking on World Heritage’ এর প্রদর্শনী হয়েছে IGNCA (Indira Gandhi National Centrefor the Arts ), Delhi যেখানে UNESCO Heritage site গুলি চিত্রিত হয়েছে।
6. Ministry of Rural Development launch করেছে eSARAS App, যেটা মহিলা স্বনির্ভর গোষ্ঠী দ্বারা তৈরি পণ্য কেনা বেচা করতে সহায়তা করবে।
- এর জন্য নতুন দিল্লিতে একটি eSaras Fulfillment Centre গড়ে তোলা হয়েছে।
7. RAKEZ (Ras Al Khaimah Economic Zone) এবং ICFA (Indian Chamber of Food and Agriculture ) এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে United Arab Emirates এবং ভারতের মধ্যে খাদ্য ও কৃষি খাতের মধ্যে প্রবৃদ্ধি ও উন্নয়নের জন্য।
International News
8. WB & WTO report অনুযায়ী, ভারত বিশ্বব্যাপী বাণিজ্যিক পরিষেবার রপ্তানি করার ক্ষেত্রে নিজের share কে দ্বিগুণ করেছে 4.4% পর্যন্ত 2022-এ।
State News
9. একটি রিপোর্ট অনুযায়ী, বিহার, তামিলনাড়ুকে ছাড়িয়ে মার্চ 2023 পর্যন্ত ভারতে সবচেয়ে বেশি ক্ষুদ্র ঋণ গ্রহণকারী রাজ্যে পরিণত হয়েছে।
Banking & Business News
10. HDFC Ltd এবং HDFC Bank Ltd. একত্রীকরণের ক্ষেত্রে final board-এর অনুমতি পেয়েছে, যার valuation USD 172 billion।
- এই একত্রীকরণ এর ফলে HDFC Bank বিশ্বের fourth most valuable bank-পরিণত হবে।
11. Indian Overseas Bank launch করেছে ‘RuPay Select Debit’ Card যেটা Exclusive Luxury benifit দেবে।
12. Reserve Bank of India (RBI) launch করেছে the Centralised Information Management System (CIMS) যেটা RBI-এর Data Management কে আরো উন্নত করবে।
13. Piramal Finance এর প্রথম সর্ব-মহিলা শাখা যেটা “Maitreyi” নামে পরিচিত, Kochi তে।
Award News
14. King Charles and Queen Camilla, Environmental Award দিয়েছেন ‘Indian Conservationist’ দের Asian wildlife সংরক্ষণ করার জন্য।
15. World Bank এর প্রেসিডেন্ট Ajay Banga এর নাম 2023 list of Great Immigration এর তালিকায় প্রকাশ পেয়েছে।
Appointment
16. Vice Admiral Atul Anand, Additional Secretary, Department of Military Affairs হিসাবে নিযুক্ত হয়েছেন।
17. Google, Sreenivasa Reddy কে ‘India Policy Head’ হিসাবে নিযুক্ত করা হয়েছে।
Sports News
18. 132nd Durand Cup tournament, কলকাতায় আয়োজিত হয়েছে।
19. Basketball Federation of India (BFI) এর President হয়েছেন Aadhav Arjuna।
Summit
20. G20 RIIG Summit, Research Minister’s Meeting’ host করতে চলেছে Mumbai, যার Theme “Research and Innovation for Equitable Society”।
Important Days
21. July 1, এ বছর ‘International Day of Cooperatives 2023’ হিসাবে সারা বিশ্ব জুড়ে পালন করা হয় যেটা প্রতি বছর জুলাই মাসের প্রথম শনিবার পালন করা হয়।
এ বছরের Theme-“Cooperatives: partners for accelerated sustainable development” ।
Thank you for being with us….Please share with your friends
1 thought on “6th July current affairs in bengali 2023|| 6 জুলাই কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা”