3rd & 4th December current affairs in bengali 2023||কারেন্ট অ্যাফেয়ার্স 2023

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
3rd & 4th December current affairs in bengali 2023
কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা

আজকে আপনাদের জন্য রইল 3rd & 4th December 2023-এর কারেন্ট অ্যাফেয়ার্স।

National News

1. প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে, কেন্দ্রীয় মন্ত্রিসভা মহিলা স্বনির্ভর গোষ্ঠীর (SHGs) উদ্দেশ্যে, ড্রোন প্রদান করার জন্য 2024-25 থেকে 2025-26 পর্যন্ত, 1261 কোটি টাকা বরাদ্দ করেছে৷

2. ‘বিকশিত ভারত সংকল্প যাত্রা‘ সম্প্রতি লঞ্চ হয়েছে দক্ষিণ-পশ্চিম গারো হিলসে, আম্পাটিতে

  • এর মূল উদ্দেশ্য হলো দুর্বল জনসংখ্যার জন্য কল্যাণ প্রকল্পের সুবিধা প্রদান করা৷

State News

3. নীতিন গাডকারী ‘Classic Imperial’ নামক একটি বিলাসবহুল ক্রুজ জাহাজ উদ্বোধন করেছেন, কেরালাতে

  • মেরিন ড্রাইভে, নিও ক্লাসিক বোট জেটিতে উদ্বোধন করা হয় এবং জাহাজটি এক সময়ে 150 জন যাত্রীকে নিয়ে চলাচল করতে পারে।

4. কর্ণাটক সরকার, Meta (পূর্বে Facebook নামে পরিচিত)-এর সাথে একটি Letter of Intent স্বাক্ষর করেছে, ডিজিটাল দক্ষতা এবং অনলাইন নিরাপত্তার জন্য

International News

5. নেপাল, দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হয়ে উঠেছে যে সমলিঙ্গের বিবাহ নিবন্ধন করবে

Bank & Business News

6. IRDAI (Insurance Regulatory and Development Authority of India), 11জন সদস্যের একটি টাস্কফোর্স গঠন করেছে, ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন (DPDP) Act 2023-এর প্রভাব, বীমা সেক্টরে কতখানি পড়েছে তা পরীক্ষা করার জন্য

  • এই টাস্ক ফোর্সের চেয়ারপারসন হবেন Randip Singh Jagpal

Appointment News

7. Rural Marketing Association of India (RMAI)-এর প্রেসিডেন্ট হিসেবে সম্প্রতি নিযুক্ত হলেন Puneet Vidyarthi, 2023-2025 মেয়াদের জন্য৷

8. মিজোরামের গভর্নর Dr Hari Babu Kambhampati, এয়ারফোর্স অফিসার Manisha Padhi-কে ভারতের প্রথম মহিলা Aide De Camp হিসেবে নিযুক্ত করেছেন৷

Rankings

9. সরকারি পরিসংখ্যান অনুযায়ী, FY24-এর দ্বিতীয় ত্রৈমাসিকে মহিলাদের শ্রমে অংশগ্রহণের হার সর্বকালের সর্বোচ্চ 24% পৌঁছেছে

Defense News

10. ভারতীয় নৌবাহিনী (Indian Navy), সামুদ্রিক প্রধানদের মধ্যে ‘মহাসাগর‘ নামক একটি সামরিক মহড়ার আয়োজন করেছে

– যার theme ছিল: “Collective Maritime Approach towards Countering Common Challenges”.

Awards in News

11. 2023 UNHCR নানসেন রিফিউজি অ্যাওয়ার্ড দ্বারা সম্মানিত করা হলো Abdullahi Mire-কে, বাস্তুচ্যুত শিশুদের জন্য শিক্ষার অধিকার বাস্তবায়ন করার জন্য

Sports News

12. 13তম হকি ইন্ডিয়া সিনিয়র ম্যান ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ 2023 জিতল Hockey Punjab

Books & Authors

13. চলচ্চিত্র অভিনেত্রী টুইংকেল খান্নার সম্প্রতি একটি ‘Welcome To Paradise’ নামক বই প্রকাশ পেয়েছে

Important Days

14. Worlds AIDS Day, প্রতিবছর 1st ডিসেম্বর পালন করা হয়৷

Theme: “Let Communities Lead!”

“2nd December current affairs in bengali 2023”
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

1 thought on “3rd & 4th December current affairs in bengali 2023||কারেন্ট অ্যাফেয়ার্স 2023”

Leave a comment