সিন্ধু সভ্যতা, সিন্ধু সভ্যতা কে আবিষ্কার করেন,সিন্ধু সভ্যতার অপর নাম কি, সিন্ধু সভ্যতা কে হরপ্পা সভ্যতা বলা হয় কেন, সিন্ধু সভ্যতার প্রধান জীবিকা কি ছিল,সিন্ধু সভ্যতা কোন নদীর তীরে অবস্থিত, Indus valley civilization facts, Indus valley civilization important points.
Hello Aspirants,
আজকের পোস্টটিতে সিন্ধু সভ্যতা প্রশ্ন উত্তর (Indus Valley Civilization questions and answers) নিয়ে আলোচনা করা হলো। মূলত সিন্ধু সভ্যতা থেকে যে ধরনের প্রশ্নগুলি প্রতিবছর বিভিন্ন ধরনের সরকারি চাকরির পরীক্ষায় এসে থাকে সে ধরনের প্রশ্নগুলি প্রদান করা হলো। আজকের পোস্টে মোট 70+ টি প্রশ্ন-উত্তর দেওয়া হল। ইতিহাসের প্রত্যেকটি অধ্যায়ের এইরকম পর্ব ভিত্তিক প্রশ্ন উত্তর আলোচনা করা হবে যা তোমাদের বিভিন্ন কম্পিটিটিভ চাকরির পরীক্ষা অতি সহজেই পাশ করতে সাহায্য করবে।
1. সিন্ধু সভ্যতা কে আবিষ্কার করেন?
উঃ প্রত্নতত্ত্ববিদ রাখালদাস বন্দোপাধ্যায়।
2. সিন্ধু সভ্যতা কত সালে আবিষ্কৃত হয়?
উঃ 1922 সালে।
3. সিন্ধু সভ্যতা কোন যুগের সভ্যতা?
উঃ ব্রোঞ্জ যুগের সভ্যতা।
4. সিন্ধু সভ্যতা কোন ধরনের সভ্যতা?
উঃ নগরভিত্তিক সভ্যতা।
5. সিন্ধু সভ্যতা কোন নদীর তীরে অবস্থিত?
উঃ সিন্ধু নদীর বাম দিকের তীরবর্তী উপনদী ইরাবতী (রাভি) নদীর তীরে অবস্থিত।
6. সিন্ধু সভ্যতা কথাটি কে প্রথম ব্যবহার করেন?
উঃ জন মার্শাল।
7. সিন্ধু সভ্যতা কোথায় অবস্থিত?
উঃ সিন্ধু সভ্যতা বর্তমানে পাকিস্তানে (পাঞ্জাব ও সিন্ধু দেশে) অবস্থিত।
8. সিন্ধু সভ্যতার অপর নাম কি?
উঃ হরপ্পা সভ্যতা।
9. সিন্ধু সভ্যতার বৃহৎ স্নানাগারটি কোথায় পাওয়া যায়?
উঃ মহেঞ্জোদারােতে।
10. একমাত্র কৃত্রিম ইটের ডকইয়ার্ড কোন সিন্ধুস্থানে ছিল?
উঃ লোথালে।
11. হরপ্পা বাসী কিসের ব্যবহার জানতো না?
উঃ লোহার ব্যবহার।
12. সিন্ধু সভ্যতা/হরপ্পা সভ্যতার সময়কাল কি ছিল?
উঃ 2500 BC-1750 BC।
13. কাদের সাথে হরপ্পাদের বাণিজ্যিক সম্পর্ক ছিল?
উঃ মেসোপটেমিয়া।
Read More……
》শিক্ষক দিবস 2023: ড. সর্বপল্লী রাধাকৃষ্ণন-এর জীবনী
》আদিত্য এল ১: চন্দ্র অভিযানের সফলতার পর সৌর অভিযানের কাউন্টডাউন শুরু
14. হরপ্পায় অবস্থিত শস্যভান্ডার কোথায় অবস্থিত?
উঃ রাভি নদীর কাছে।
15. হরপ্পান সাইটে সবচেয়ে সাধারণ কোন প্রাণীর চিত্র পাওয়া যায়?
উঃ কুজহীন ষাঁড়।
16. মহেঞ্জোদারোর স্থানীয় নাম কি?
উঃ মৃতের ঢিবি।
17. হরপ্পা সভ্যতার মানুষ কোন কোন শস্য উৎপাদন করত?
উঃ ধান, গম, মিলেট ইত্যাদি।
18. মানুষের দ্বারা ব্যবহৃত প্রথম ধাতু কোনটি?
উঃ তামা।
19. কালিবঙ্গান কোথায় অবস্থিত?
উঃ রাজস্থান।
20. সিন্ধু সভ্যতার মানুষেরা প্রধানত কিসের তৈরি বাসনপত্র ব্যবহার করত?
উঃ কাদামাটি।
21. কিন্তু সভ্যতার মানুষ কিসের পূজা করত?
উঃ পশুপতি।
22. মহেঞ্জোদারো কোথায় অবস্থিত?
উঃ লারকানা জেলায়।
23. সবচেয়ে প্রাচীনতম সভ্যতার নাম কি?
উঃ মেসোপটেমীয় সভ্যতা।
24. সিন্ধু সভ্যতার অপরিহার্য বৈশিষ্ট্য কি ছিল?
উঃ সংগঠিত নগর জীবন।
25. সিন্ধু সভ্যতার রাস্তা গুলো কেমন ছিল?
উঃ প্রশস্ত এবং সোজা।
26. মহেঞ্জোদারো খননের সময় কোন মূর্তি পাওয়া যায়?
উঃ নর্তকী মূর্তি।
27. সিন্ধু সভ্যতার মানুষদের প্রধান জীবিকা কি ছিল?
উঃ কৃষিকাজ।
28. প্রাগৈতিহাসিক ভারতের জনক কে ছিলেন?
উঃ রবার্ট ব্রুশ ফুটি।
29. সিন্ধু সভ্যতায় বিশাল পুকুর কোথায় আবিষ্কৃত হয়?
উঃ মহেঞ্জোদারোতে।
30. সিন্ধু সভ্যতা কে হরপ্পা সভ্যতা বলা হয় কেন?
উঃ সিন্ধু অঞ্চলে খননকার্য চলাকালীন যে সমস্ত নিদর্শনগুলি পাওয়া যায় তার মধ্যে হরপ্পায় পাওয়া নিদর্শনগুলি যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং প্রাচীন, এছাড়া অনেকের মতে সিন্ধু সভ্যতার প্রথম খননকার্য হরপ্পাতে শুরু হয়েছিল তাই সিন্ধু সভ্যতা কে হরপ্পা সভ্যতা বলা হয়।
31. সিন্ধু সভ্যতার উল্লেখযোগ্য বন্দর কোনটি?
উঃ লোথাল।
32. সিন্ধু সভ্যতার সমসাময়িক দুটি অভারতীয় সভ্যতার নাম লেখ?
উঃ মেসোপটামিয়া সভ্যতা ও ইন্দুস সভ্যতা।
33. সিন্ধু সভ্যতায় প্রাপ্ত লিপি কোনটি?
উঃ সিন্ধু লিপি।
34. সিন্ধু সভ্যতার অধিবাসীদের খাদ্য কি কি ছিল?
উঃ তাদের প্রধান খাদ্য ছিল গম তবে একই সাথে তারা বিভিন্ন পশুর মাংস, খেজুর, দুধ, আঙ্গুর ও আনারস খেত।
35. সিন্ধু সভ্যতার মানুষ কোন ধাতুর ব্যবহার জানতো না?
উঃ লোহা।
36. হরপ্পা সভ্যতার লোকেদের কোন দেশের সাথে ভালো বাণিজ্যিক সম্পর্ক ছিল?
উঃ মেসোপটেমিয়া।
37. সিন্ধু সভ্যতার বৃহত্তম স্থান কি ছিল?
উঃ রাখিগারহি।
38. সিন্ধু সভ্যতায় ধান চাষের নিদর্শন কোথায় পাওয়া যায়?
উঃ লোথালে।
39. সিন্ধু সভ্যতায় কোন শহরটি উন্নত জল ব্যবস্থার জন্য বিখ্যাত ছিল?
উঃ ধোলাভিরা।
40. কালিবঙ্গান শব্দের অর্থ কি?
উঃ কালো চুড়ি।
41. কিন্তু সভ্যতায় কোন পশুর কথা জানা ছিল না?
উঃ ঘোড়া।
42. হরপ্পা সভ্যতার মানুষ কোন দেশের সাথে বাণিজ্য করতো?
উঃ সুমের।
43. হরপ্পা সভ্যতায় কোন পাখির পুজো করা হতো ?
উঃ পায়রা।
44. কোন দুটি শহরকে টুইন সিটি বলা হয়?
উঃ হরপ্পা এবং মহেঞ্জোদারো।
45. সিন্ধু সভ্যতার খনন কার্য কে পরিচালনা করেন?
উঃ জন মার্শাল।
46. সিন্ধু সভ্যতার অধিবাসীরা কোন খেলা সম্পর্কে জানত?
উঃ পাশা।
47. কত সালে মেহেরগড় সভ্যতা আবিষ্কৃত হয়?
উঃ 1974 সালে।
48. সিন্ধু সভ্যতার বণিকদের কি বলা হত?
উঃ পনি।
49. সিন্ধু সভ্যতায় কোন শস্যের নিদর্শন পাওয়া যায় না?
উঃ আখ।
50. হরপ্পা সভ্যতার নিদর্শন কে আবিষ্কার করেন?
উঃ দয়ারাম সাহানি।
51. সিন্ধু সভ্যতার সময় কোন দ্রব্য বেশি আমদানি করা হতো?
উঃ ধাতু এবং মূল্যবান পাথর।
52. সুরকোটডা কোন নদীর তীরে অবস্থিত?
উঃ ঘর্ঘরা।
53. সিন্ধুবাসিরা কোন উপকূলের মাধ্যমে বাণিজ্য করতো?
উঃ মাকরান।
54. ‘হরপ্পা’ শব্দের অর্থ কি?
উঃ পশুপতির খাদ্য।
55. হরপ্পা সভ্যতার ল্যাঙ্কাশায়ার নামে পরিচিত কোন সভ্যতা?
উঃ চানহুদরো।
56. সিন্ধু সভ্যতার মানুষ কোন ফসলের চাষ সর্বপ্রথম শুরু করে?
উঃ তুলো।
57. সিন্ধু সভ্যতা ধ্বংসের প্রধান কারণ কি?
উঃ প্রাকৃতিক দুর্যোগ যেরকম খরা, বন্যা, ভূমিকম্প ইত্যাদি এছাড়া ঐতিহাসিকদের মতে আর্যদের আক্রমণ ও সিন্ধু সভ্যতা ধ্বংসের মূল কারণ।
58. সিন্ধু সভ্যতার কোথায় কোন দুর্গের চিহ্ন পাওয়া যায়নি?
উঃ চানহুদরো।
59. লোথাল কোন নদীর তীরে অবস্থিত?
উঃ ভোগাবর।
60. সিন্ধু সভ্যতার কোথায় কাঠের তৈরি লাঙলের নিদর্শন পাওয়া যায়?
উঃ কালিবঙ্গান।
61. কোন শহরকে “হরপ্পা সভ্যতার ম্যানচেস্টার” বলা হতো?
উঃ লোথাল।
62. কোন নদীর তীরে হরপ্পা অঞ্চল অবস্থিত?
উঃ রাভি নদীর তীরে।
63. স্বাধীন ভারতের কোথায় হরপ্পা সভ্যতার বেশিরভাগ জায়গা অবস্থিত?
উঃ গুজরাটে।
64. সিন্ধু সভ্যতার কোথায় সবচেয়ে বড় নির্মাণ ভূমির নিদর্শন পাওয়া যায়?
উঃ মহেঞ্জোদারো।
65. এক সারিতে কতগুলি শস্যাগারের নিদর্শন পাওয়া যায় হরপ্পা সভ্যতায়?
উঃ 6 টি।
66. হরপ্পা সভ্যতায় যে বৃহৎ শস্যাগারটি পাওয়া গেছে তার দৈর্ঘ্য কত?
উঃ150 ফুট।
67. মহেঞ্জোদারোর বৃহৎ স্নানাগারটির গভীরতা কত?
উঃ 8 ফুট।
68. সিন্ধু সভ্যতার কার্পাস বস্ত্র ব্যবিলনে কি নামে পরিচিত ছিল?
উঃ সিন্ধম।
69. সিন্ধু সভ্যতায় কিসের প্রচলন ছিল না?
উঃ মন্দিরের।
70. হরপ্পা সভ্যতার জীবন্ত দলিল কাকে বলা হয়?
উঃ হরপ্পা সভ্যতা থেকে প্রাপ্ত বিভিন্ন জীবাশ্ম গুলিকে।
71. হরপ্পা সভ্যতার কোথায় স্বর্গ চিকিৎসার প্রমাণ মেলে?
উঃ কালিবঙ্গানে।
72. কোথায় আদিশিবের মূর্তি পাওয়া গেছে?
উঃ মহেঞ্জোদারোতে।
আরো পড়ুন …. 👉 সিন্ধু সভ্যতা mcq প্রশ্ন উত্তর |