আজকে আপনাদের জন্য দেওয়া রইলো ৬ই অক্টোবর ২০২৩-এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স mcq প্রশ্ন উত্তর।
1. ভারতের প্রথম- পলিথিন বর্জ্য ব্যাংক চালু করেছে কোন রাজ্য?
(A) আসাম
(B) হিমাচল প্রদেশ
(C) উত্তরাখণ্ড
(D) গুজরাট
View Answer2. NPS দিবস উপলক্ষে NPS Preference Index লঞ্চ করল কোন ব্যাংক?
(A) SBI Pension Fund
(B) HDFC Pension Management
(C) ICICI Prudential Pension Fund Management
(D) Kotak Mahindra Pension Fund
View Answer3. Indian Airforce সম্প্রতি 6টি নতুন Dornier Do-228, 19 আসনের বিমান অন্তর্ভুক্ত করেছে, এগুলি কোন কোম্পানি তৈরি করেছে?
(A) Cochin Shipyard Ltd
(B) Mazagon Dock Shipbuilders Ltd
(C) Bharat Dynamics Ltd
(D) Hindustan Aeronautics Ltd
View Answer4. DEA, সম্প্রতি 5 বছরের রেকারিং ডিপোজিট স্কিমের সুদের হার কত করেছে?
(A) 6.9%
(B) 6.7%
(C) 6.5%
(D) 6.6%
View Answer5. প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া বোর্ডের চেয়ারম্যান কে হলেন?
(A) Banmali Agarwal
(B) Muneesh Kapur
(C) K.N. Shanth
(D) Dinesh Dasa
View Answer6. বিশ্ব প্রাণী দিবস প্রতি বছর কত তারিখে পালন করা হয়?
(A) 4 অক্টোবর
(B) 6 অক্টোবর
(C) 1 অক্টোবর
(D) 3 অক্টোবর
View Answer7. ইন্টারন্যাশনাল ফাইনান্স কর্পোরেশন, ফেডারাল ব্যাংকের কত শতাংশ অধিগ্রহণ করতে চলেছে?
(A) 7.9%
(B) 8.7%
(C) 9.7%
(D) 8.5%
View Answer8. National Service Scheme Awards সম্প্রতি প্রদান করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, কতজনকে এই পুরস্কার দেওয়া হল?
(A) 57 জন
(B) 52 জন
(C) 56 জন
(D) 58 জন
View Answer9. প্রতিবছর 1 অক্টোবর থেকে 31শে অক্টোবর স্তন ক্যান্সার সচেতনতা মাস হিসেবে পালন করা হয়, এর প্রতীক কি?
(A) Pink Sky
(B) Pink Hat
(C) Pink Flower
(D) Pink Ribbon
View Answer10. ড: জিতেন্দ্র সিং সম্প্রতি লঞ্চ করলেন IGMS 2.0 পাবলিক গ্রিভেন্স পোর্টাল, এই পোর্টালটি বাস্তবায়িত হয়েছে ________________এর সাহায্যে।
(A) IIT কানপুর
(B) IIT মাদ্রাজ
(C) IIT দিল্লি
(D) IIT খড়্গপুর
View Answer✅️ আগের কুইজে যোগ দিন…
1 thought on “6th October Current affairs Quiz in bengali 2023|| ৬ই অক্টোবর কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন উত্তর”