আজকে আপনাদের জন্য রইলো ৫ই অক্টোবর ২০২৩-এর কারেন্ট অ্যাফেয়ার্স।
National News
1. কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, লঞ্চ করলেন Bhasha Utsav এবং Technology & Bharatiya Bhasha Summit, নতুন দিল্লিতে।
State News
2. সম্প্রতি Uttarakhand Global Investors Summit- লন্ডনে অনুষ্ঠিত হয়েছে, যেখানে উত্তরাখণ্ড সরকার, পুমা গ্রুপের সাথে একটি Rs. 2,000 কোটি টাকার চুক্তি স্বাক্ষর করেছে।
3. উত্তরাখণ্ড সরকার, Aager Technology এবং Fira Barcelona-এর সাথে Rs 3,000 কোটি টাকার সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।
4. ত্রিপুরা সরকার, সম্প্রতি লঞ্চ করেছে “যুবা ত্রিপুরা, নতুন ত্রিপুরা, আত্মনির্ভর ত্রিপুরা”- যুব উদ্যোক্তাদের উৎসাহিত করতে।
- এই উদ্যোগের অধীনে ত্রিপুরার 8টি জেলা থেকে 18-45 বছর বয়সী 100 জন আগ্রহী উদ্যোক্তাদের নির্দেশিকা প্রদান করা হবে।
5. ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা, সম্প্রতি লঞ্চ করলেন e-Cabinet System– আগরতলাতে, যার ফলে ত্রিপুরা ভারতের চতুর্থ রাজ্য হয়ে উঠেছে যে এই পদ্ধতি চালু করেছে।
Bank & Business News
6. NABARD প্রকাশ করেছে ভারতের প্রথম ₹1,040.50 কোটি টাকা মূল্যের AAA Rated INR সোশ্যাল বন্ড যার কুপন রেট 7.63%।
7. HDFC Securities, সম্প্রতি লঞ্চ করেছে একটি ডিসকাউন্ট ব্রোকিং অল-ইন-ওয়ান মোবাইল অ্যাপ -“HDFC SKY“।
8. SBI Life Insurance এবং State Bank of Sikkim একটি ব্যাংকাসুরেন্স চুক্তি স্বাক্ষর করেছে ইন্সুরেন্স প্রোডাক্ট বিক্রি করার জন্য।
Appointment News
9. জম্মু-কাশ্মীরের ‘War Against Waste’-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে সম্প্রতি মনোনীত হলেন ক্যাপ্টেন বানা সিং।
10. মালদ্বীপের প্রেসিডেন্ট হিসেবে সম্প্রতি নিযুক্ত হলেন Mohamed Muizzu।
11. সাউথ ইন্ডিয়ান ব্যাঙ্কের MD এবং CEO হিসেবে P R Seshadri-কে নিয়োগ করা হলো।
Summits
12. 46th PATA Travel Mart 2023– নতুন দিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে।
Awards in News
13. 2023 SASTRA Ramanujan Prize সম্প্রতি চীনের গণিতবিদ Ruixiang Zhang-কে প্রদান করা হলো।
Important Days
14. আন্তর্জাতিক কফি দিবস, প্রতি বছর 1st অক্টোবর পালন করা হয়।
Theme: “Promoting the right to a safe and healthy working environment in the coffee supply chain”.
15. World Vegetarian Day, প্রতিবছর 1st অক্টোবর সারা বিশ্বে পালন করা হয়।
✅️ আগের পোস্টটি পড়ুন…
1 thought on “5th October current affairs in bengali 2023|| ৫ই অক্টোবর কারেন্ট অ্যাফেয়ার্স 2023”