আজকে আপনাদের জন্য দেওয়া রইলো ৪ঠা অক্টোবর ২০২৩-এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স mcq প্রশ্ন উত্তর।
1. South-South Knowledge Sharing Series সম্প্রতি কে পরিচালনা করল?
(A) BRICS
(B) ADB
(C) World Bank
(D) EIB
View Answer2. 24 লক্ষ মাটির প্রদীপ জ্বালিয়ে, 6th Guineas Book world record করতে চলেছে কোন রাজ্য?
(A) উত্তরপ্রদেশ
(B) ছত্রিশগড়
(C) গুজরাট
(D) হিমাচল প্রদেশ
View Answer3. পেশাদারদের সামাজিক নিরাপত্তা প্রদান করার জন্য ভারত সম্প্রতি কোন দেশের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে?
(A) মালয়েশিয়া
(B) থাইল্যান্ড
(C) উজবেকিস্তান
(D) আর্জেন্টিনা
View Answer4. মিডিয়া রিসার্চ ইউজার কাউন্সিল ইন্ডিয়ার চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হলেন?
(A) Shashank Srivastava
(B) Shailesh Gupta
(C) Manish Jain
(D) Nitin Gupta
View Answer5. বিদেশী অনলাইন গেমিং প্লাটফর্মে কত শতাংশ GST ঘোষণা করা হয়েছে?
(A) 18%
(B) 23%
(C) 28%
(D) 26%
View Answer6. সম্প্রতি ডিমেট account এবং মিউচুয়াল ফান্ড হোল্ডারদের মনোনয়নের সময়সীমা ডিসেম্বর 2023 পর্যন্ত করা হয়েছে, এগুলি কে পরিচালনা করে?
(A) SEBI
(B) NABARD
(C) IRDAI
(D) PFRDA
View Answer7. সম্প্রতি নরেন্দ্র মোদি আকাশবাণী দাহোদ এফএম রিলে স্টেশন-এর ভিত্তির প্রস্তর কোথায় স্থাপন করলেন?
(A) ছত্রিশগড়
(B) গুজরাট
(C) তামিলনাড়ু
(D) মহারাষ্ট্র
View Answer8. UNFPA এর রিপোর্ট অনুযায়ী 2050 সালে ভারতে মোট জনসংখ্যার কত শতাংশ প্রবীনদের হার হবে?
(A) 30%
(B) 20%
(C) 25%
(D) 28%
View Answer9. Michael Gambon সম্প্রতি প্রয়াত হয়েছেন, তার পেশা কি ছিল?
(A) পরিচালক
(B) গণিতবিদ
(C) অভিনেতা
(D) বিজ্ঞানী
View Answer10. Google এবং HP অংশীদারত্ব করেছে ____________ল্যাপটপ উৎপাদন করার জন্য।
(A) ProBook
(B) Pavilion
(C) Intel Core
(D) Chromebook
View Answer11. গ্লোবাল ইনোভেশন ইনডেক্স 2023, কোন দেশ বিশ্বে প্রথম স্থান অধিকার করেছে?
(A) ফ্রান্স
(B) মার্কিন যুক্তরাষ্ট্র
(C) সুইজারল্যান্ড
(D) সুইডেন
View Answer12. World Habitat Day সম্প্রতি কত তারিখে পালন করা হলো?
(A) 3 অক্টোবর
(B) 4 অক্টোবর
(C) 2 অক্টোবর
(D) 1 অক্টোবর
View Answer✅️ আগের কুইজে যোগ দিন ….
1 thought on “4th October Current affairs Quiz in bengali 2023|| ৪ঠা অক্টোবর সেপ্টেম্বর কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন উত্তর”