প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স: কারেন্ট অ্যাফেয়ার্স 2023 সম্পর্কে প্রতিদিন আপডেটেড থাকতে চোখ রাখুন আমাদের www.gkguide.in ওয়েবসাইটে। আমরা প্রতিদিন ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স পোস্ট করে থাকি যা আপনাদের সরকারি চাকরির পরীক্ষাকে সহজতর করে তোলার জন্য অতি প্রয়োজনীয় একটি বিষয়।
National News
1. CDAC (The Centre for Development of Advanced Computing) Semiconductor support এর জন্য UK-তে অবস্থিত semiconductor IP company ‘Arm‘-এর সাথে যুক্ত হয়েছে।
2. কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান চালু করলেন logo, স্লোগান – “জন জন স্বাক্ষর” এবং Understanding Lifelong Learning for All in Society (ULLAS)–
নব ভারত স্বাক্ষরতা কার্যক্রম এর মোবাইল অ্যাপ্লিকেশন।
3. MRPL (Mangalore Refinery and Petrochemicals Limited), হয়ে উঠেছে ভারতের বৃহত্তম একক-অবস্থান PSU শোধনাগার।
- MRPL 2022-23 সালে 17.14 মিলিয়ন টন অপরিশোধিত তেল পরীশোধন করেছে।
- ভারতের মোট PSU petroleum পরিশোধনাগারের 10% পরিশোধন করে MRPL।
4. All India Tiger Estimation – 2022, নামক রিপোর্টটি সম্প্রতি প্রকাশ পেয়েছে অনুমান করা হয়েছে বার্ষিক 6.1% বৃদ্ধির হার সহ ভারতে বাঘের জনসংখ্যা 3,925।
- বর্তমানে পুরো বিশ্বে মোট বাঘের জনসংখ্যার 75% ভারতে রয়েছে
- ভারতের মধ্যে সবথেকে বেশি সংখ্যক বাঘ মধ্যপ্রদেশে রয়েছে 785 টি
5. PFC (Power Finance Corporation Limited) ভারতের প্রথম সদস্য যে জাপানের ATFSG (Asia Transition Finance Study Group)-এ যুক্ত হয়েছে।
State News
6. ADB, ভারত সরকারের সাথে USD 200 Million এর একটি ঋণ চুক্তিপত্র স্বাক্ষর করেছে, রাজস্থানে নগর পরিষেবা সম্প্রসারণের জন্য।
7. ADB এবং ভারত $295 million-এর একটি চুক্তিপত্র স্বাক্ষর করেছে, বিহারের রাজ্য সড়ক উন্নত করার জন্য।
8. ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন 74th Van Mahotsav, উপলক্ষে মানুষ-হাতি দ্বন্দ্ব কমানোর জন্য ঝাড়খণ্ডের রাঁচিতে একটি ‘Jharkhand elephant Tracker‘ নামক মোবাইল অ্যাপ্লিকেশন launch করেছেন।
9. আসাম সরকার 2023 সালের সেপ্টেম্বরে ব্যাপক অভিযান শুরু করবে বাল্যবিবাহে যারা লিপ্ত হয়েছে তাদের বিরুদ্ধে।
Bank & Business News
10. Fino Payments Bank Ltd এর বোর্ড অনুমোদন করেছে, এই ব্যাংকটিকে Small Finance Bank-এ পরিণত করার জন্য।
Appointment News
11. প্রফেসর Ganesan Kannabiran, NAAC (National Assessment and Accreditation Council)-এর Director হিসেবে নিযুক্ত হয়েছেন।
12. ICAI (Institute of Cost Accountants of India)-এর Southern council 2023-24-এর সবচেয়ে কম বয়সী চেয়ারপারসন হলেন Divya Abhishek।
Science & Tech
13. ISRO সফলভাবে launch করল PSLV–C56 Vehicle carrying 7 Singapore Satellites – DS-SAR, 6 সহ-যাত্রী সহ প্রাথমিক উপগ্রহ, Satish Dhawan Space Centre শ্রীহরিকোটা অন্ধ্রপ্রদেশ থেকে।
Award in News
14. মহারাষ্ট্র সরকার তার উদ্যোগ রত্ন পুরস্কার দেবে টাটা গ্রুপের চেয়ারম্যান রতন টাটাকে।
- মহারাষ্ট্র সরকার এই বছর থেকে এই সম্মানজনক উদ্যোগ রত্ন পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
Sports News
15. 40th Edition of Japan Open 2023 Badminton Championships-এ Men’s singles and Women’s singles titles জিতলেন যথাক্রমে Viktor Axelsen (ডেনমার্ক) এবং An Se Young (সাউথ কোরিয়া)।
16. 3rd 2023 Belgian Grand Prix title-টি জিতলেন রেডবুলের Max Verstappen (Dutch-Belgium)।
17. Torneo del Centenario 2023: ভারতীয় মহিলা হকি দল, স্পেনকে হারিয়ে 100th Anniversary Spanish Hockey Federation International Tournament 2023 জিতেছে।
Important Days
18. World Ranger Day প্রতিবছর ৩১ শে জুলাই পালিত হয়।
Theme- ‘30 by 30′
19. World Lung Cancer Day, প্রতিবছর ১লা আগস্ট পালিত হয়।
✅️ আগের পোস্টটি পড়ুন……👇👇
1 thought on “3rd August current affairs in bengali 2023|| ৩রা আগস্ট কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা”