আজকে আপনাদের জন্য রইলো ২৯শে সেপ্টেম্বর ২০২৩-এর কারেন্ট অ্যাফেয়ার্স।
National News
1. Tata Motors, প্রথম ধরনের দুটি হাইড্রোজেন ফুয়েল সেল (FCEV) বাস সরবরাহ করেছে IOCL (Indian Oil Corporation Ltd)-কে।
International News
2. আধুনিক যুগে ভারতের বাইরে বিশ্বের বৃহত্তম হিন্দু মন্দির নির্মাণ করা হবে, নিউ জার্সিতে।
- মন্দির তৈরির কাজ শুরু হয়েছিল 2011 সালে এবং মন্দিরটি তৈরি সম্পন্ন হল 2023 সালে অর্থাৎ 12 বছরেরও বেশি সময় ধরে মন্দিরটি তৈরি করা হলো।
State News
3. মধ্যপ্রদেশ রাজ্য সরকার, তার 7তম ব্যাঘ্র সংরক্ষণের নাম উন্মোচন করেছে- ‘বীরাঙ্গনা দুর্গবতী টাইগার রিজার্ভ’।
4. ‘International Lawyers’ Conference 2023’ -এর উদ্বোধন করলেন প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লীতে।
Theme: “Emerging Challenges in Justice Delivery System“.
5. উত্তরপ্রদেশ সরকার, 29 জুনকে ‘ব্যবসায়ীদের কল্যাণ দিবস‘ হিসেবে ঘোষণা করেছে, দানবীর ভামাশাহের স্মৃতিকে সম্মান জানিয়ে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
Bank & Business News
6. RBI,একীভূতকরণের অনুমোদন দিয়েছে মুম্বাই ভিত্তিক Sahebrao Deshmukh Co-operative Bank Ltd-এর সাথে পুনে ভিত্তিক Cosmos Co-operative Bank Ltd-এর।
7. সম্প্রতি ভারতের রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া 3টি ব্যাংকের ওপর আর্থিক জরিমানা আরোপ করেছে, এই ব্যাংকগুলি হল- স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ব্যাঙ্ক এবং পাঞ্জাব এন্ড সিন্ধ ব্যাংক।
8. Reserve Bank of India, সম্প্রতি মুম্বাইতে অবস্থিত কাপোল কো-অপারেটিভ ব্যাঙ্কের, লাইসেন্স বাতিল করেছে।
9. ONGC (Oil and Natural Gas Corporation Limited), HPCL (Hindustan Petroleum Corporation Ltd)-এর সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে, মুম্বাই অফশোর ক্ষেত্র থেকে হিন্দুস্তান পেট্রোলিয়ামে অপরিশোধিত তেল সরবরাহ করার জন্য।
Appointment News
10. ICICI Lombard General Insurance-এর MD & CEO হিসেবে সম্প্রতি নিযুক্ত হলেন সঞ্জীব মন্ত্রী।
Ranks & Reports
11. Economic Freedom of the World (EFW) 2023, রিপোর্ট অনুযায়ী 8.56 রেটিং সহ সিঙ্গাপুর বিশ্বের সবচেয়ে স্বাধীন অর্থনৈতিক দেশ এবং ভারতের স্থান 87 নম্বরে।
Defense News
12. Commodore G Ravi, Warship Production Superintendent বিশাখাপত্তনম, অন্ধ্রপ্রদেশ – লঞ্চ করলো ভারতীয় নৌবাহিনীর তৃতীয় মিসাইল কাম অ্যাম্যুনিশন (MCA)- Yard 77 (LSAM 9)।
Awards in News
13. Norman E. Borlaug Award, দ্বারা ভারতীয় বিজ্ঞানী Swati Nayak-কে ‘ফিল্ড রিসার্চ এন্ড অ্যাপ্লিকেশন‘-এর জন্য সম্মানিত করা হলো।
Sport News
14. Japanese Grand Prix 2023 সম্প্রতি জিতলেন Max Verstappen।
15. ভারতীয় ক্রিকেটাররা প্রথম দল হয়ে উঠেছে যারা ODI ক্রিকেটে 3000 ছক্কা মেরে ইতিহাস রচনা করেছে।
Obituary
16. প্রবীণ মালায়ালাম চলচ্চিত্র পরিচালক এবং জাতীয় পুরস্কার বিজয়ী Kulakkattil Geevarghese (KG) George সম্প্রতি প্রয়াত হয়েছেন।
Important Days
17. প্রতি বছর 27 সেপ্টেম্বর ‘বিশ্ব পর্যটন দিবস‘ পালিত হয়।
Theme: “Tourism and Green Investments“.
✅️ আগের পোস্টটি পড়ুন…
1 thought on “29th September current affairs in bengali 2023|| ২৯শে সেপ্টেম্বর কারেন্ট অ্যাফেয়ার্স 2023”