আজকে আপনাদের জন্য দেওয়া রইলো ২১শে সেপ্টেম্বর ২০২৩-এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স mcq প্রশ্ন উত্তর।
1. UK govt এবং টাটা স্টিল সম্প্রতি কত টাকার সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে?
(A) 560 মিলিয়ন পাউন্ড
(B) 700 মিলিয়ন পাউন্ড
(C) 500 মিলিয়ন পাউন্ড
(D) 480 মিলিয়ন পাউন্ড
View Answer2. কোন রাজ্যের ‘আত্রেয়াপুরম পুথারেকুলু’ সম্প্রতি জিওগ্রাফিকাল ইন্ডিগেশন ট্যাগ পেয়েছে?
(A) অন্ধ্রপ্রদেশ
(B) তামিলনাড়ু
(C) কর্ণাটক
(D) কেরালা
View Answer3. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্প্রতি চালু করলেন প্রধানমন্ত্রী বিশ্বকর্মা প্রকল্প, এর মোট বাজেট কত?
(A) 18500 কোটি
(B) 22400 কোটি
(C) 13000 কোটি
(D) 15300 কোটি
View Answer4. স্বচ্ছতা বিশেষ অভিযান 3.0 পোর্টাল কেন চালু করা হলো?
(A) সামুদ্রিক আবর্জনা পরিষ্কারের জন্য
(B) দেশের রাস্তাঘাট পরিষ্কারের জন্য
(C) অফিসের মুলতবি রাখা কাজ দ্রুত নিষ্পত্তির জন্য
(D) কলকারখানার আবর্জনার হাত থেকে পরিবেশকে বাঁচানোর জন্য
View Answer5. সম্প্রতি উধমপুর রেলওয়ে স্টেশনের নাম বদলে “শহীদ ক্যাপ্টেন তুষার মহাজন রেলওয়ে স্টেশন” রাখা হয়েছে, এই স্টেশনটি কোথায় অবস্থিত?
(A) রাজস্থান
(B) হিমাচলপ্রদেশ
(C) লাক্ষাদ্বীপ
(D) জম্মু-কাশ্মীর
View Answer6. প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সম্প্রতি ______টি সৈনিক স্কুল স্থাপনের অনুমোদন দেন।
(A) 23
(B) 42
(C) 26
(D) 36
View Answer7. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী Petrochemical Complex-এর ভিত্তি প্রস্তর কোথায় স্থাপন করলেন?
(A) ঝাড়খন্ড
(B) আসাম
(C) মধ্যপ্রদেশ
(D) গুজরাট
View Answer8. সম্প্রতি রাশিয়ান মেরিটাইম ট্রেনিং ইনস্টিটিউট কোন দেশের নাবিকদের আর্কটিক জলে প্রশিক্ষণ দিতে সম্মত হয়েছে?
(A) চীন
(B) ভারত
(C) জাপান
(D) ফ্রান্স
View Answer9. রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া একটি নির্দেশিকা জারি করেছে, যাতে বলা হয়েছে ঋণ নিষ্পত্তির ________দিনের মধ্যে ঋণগ্রহীতাকে তার সম্পত্তির নথিপত্র ফেরত দিতে হবে।
(A) 60 দিন
(B) 65 দিন
(C) 30 দিন
(D) 90 দিন
View Answer10. ‘Lens‘ নামক একটি নতুন সুবিধা launch করল কোন কোম্পানি?
(A) Digit Insurance
(B) PhonePe
(C) MobiKwik
(D) Freecharge
View Answer11. কেন্দ্রীয় সরকার কোন কোম্পানির কাজ থেকে 1,487 টাকা লভ্যাংশ কিস্তি হিসেবে পেয়েছে?
(A) National Thermal Power Corporation
(B) Indian Oil Corporation Ltd
(C) Bharat Petroleum Corporation Ltd
(D) Power Grid Corporation of India Limited
View Answer12. আন্তর্জাতিক লাল পান্ডা দিবস প্রতি বছর কত তারিখে পালন করা হয়?
(A) 21 সেপ্টেম্বর
(B) 16 সেপ্টেম্বর
(C) 18 সেপ্টেম্বর
(D) 17 সেপ্টেম্বর
View Answer✅️ আগের কুইজে যোগ দিন….
1 thought on “21st September Current affairs Quiz in bengali 2023|| ২১শে সেপ্টেম্বর কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন উত্তর”