20th October current affairs in bengali 2023|| ২০শে অক্টোবর কারেন্ট অ্যাফেয়ার্স 2023

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
20th October current affairs in bengali 2023
২০শে অক্টোবর ২০২৩ প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স

আজকে আপনাদের জন্য রইল ২০শে অক্টোবর ২০২৩-এর কারেন্ট অ্যাফেয়ার্স।

National News

1. NSDC এবং Coca-Cola India একে অপরের সাথে অংশীদারিত্ব করেছে, স্কিল ইন্ডিয়া মিশনের অধীনে সুপার পাওয়ার রিটেলার প্রোগ্রাম চালু করতে।

2. কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ উদ্বোধন করলেন, সামাউ শহীদ মেমোরিয়াল এবং লাইব্রেরি- গুজরাটের, গান্ধীনগরে

3. উত্তর-পূর্ব অঞ্চলের উন্নয়ন মন্ত্রণালয় লঞ্চ করেছে, “MDoNER ডেটা অ্যানালিটিক্স ড্যাশবোর্ড” এবং “পুরভোটার সম্পর্ক সেতুবিজ্ঞান ভবন, নতুন দিল্লিতে

  • MDoNER ডেটা অ্যানালিটিক্স ড্যাশবোর্ডে 55টি বিভাগের এবং মন্ত্রণালয়ের 112টি স্কিমের ডেটা রয়েছে৷

Bank & Business News

4. এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (ADB), USD 181 মিলিয়ন লোন দিতে চলেছে গুজরাটের আমেদাবাদের পেরির-শহুরে এলাকায় মানসম্পন্ন অবকাঠামো ও সেবা নির্মাণের জন্য

5. Avanse Financial Services, একটি $145 মিলিয়ন সিন্ডিকেট সামাজিক-সংযুক্ত ECB (External Commercial Borrowing)- এর বাণিজ্যিক ঋণ সুরক্ষিত করতে সক্ষম হয়েছে

Appointment News

6. ড্যানিয়েল নোবোয়া, ইকুয়েডরের সর্বকনিষ্ঠ প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন

7. ক্রিস্টোফার লুক্সন, নিউজিল্যান্ডের 42তম প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন৷

8. পুমা ইন্ডিয়ার, ব্রান্ড অ্যাম্বাসেডর হলেন ভারতীয় ডানহাতি ফাস্ট বোলার মোহাম্মদ শামি আহমেদ

Defense News

9. দুই দিনের উপকূলীয় নিরাপত্তা মহড়া ‘Sagar Kavach‘ 02/23 সম্প্রতি অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু এবং পুদুচেরিতে পরিচালিত হয়েছে৷

Ranks & Reports

10. Forbes India’s 100 Richest 2023 List সম্প্রতি প্রকাশিত হয়েছে, এই তালিকায় উল্লেখিত শীর্ষস্থানীয় ব্যক্তিদের সম্পর্কে নিচে আলোচনা করা হলো-

RankNameNet Worth (Billion)
1.Mukesh Ambani92
2.Gautam Adani68
3.Shiv Nadar29.3

Award in News

11. রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI)-এর গভর্নর শক্তিকান্ত দাস, গ্লোবাল ফাইন্যান্স ম্যাগাজিনের 30তম বার্ষিক সেরা ব্যাঙ্ক পুরস্কার 2023 থেকে সেরা কেন্দ্রীয় ব্যাংক পুরস্কার 2023 পেয়েছেন মরক্কোতে

12. তানজানিয়ার প্রথম মহিলা রাষ্ট্রপতি, সামিয়া সুলুহু হাসান, জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (JNU) থেকে সম্মানসূচক ডক্টরেট পেয়েছেন৷

Obituary

13. পদ্ম বিভূষণ বিজয়ী এবং ভারতের 11তম চিফ ইলেকশন কমিশনার (CEC), MS Gill প্রয়াত হয়েছেন৷

14. প্রাক্তন ফিনল্যান্ডের প্রেসিডেন্ট এবং নোবেল শান্তি পুরস্কার বিজয়ী Martti Ahtisaari, প্রয়াত হলেন৷

Important Days

15. World Menopause Day, 18 অক্টোবর পালন করা হয়েছে৷

✅️ আগের পোস্টটি পড়ুন…

🔥 “19th October current affairs in bengali 2023”
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a comment