২০ এবং ২১শে আগস্ট ২০২৩ কারেন্ট অ্যাফেয়ার্স mcq প্রশ্ন উত্তর:
আজকে আপনাদের জন্য দেওয়া রইলো ২০ এবং ২১শে আগস্ট ২০২৩-এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স mcq প্রশ্ন উত্তর।
1. সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রিসভা ভারত এবং কোন দেশের মধ্যে খেলা সংক্রান্ত বিষয়ে চুক্তি স্বাক্ষর করেছে?
(a) নেপাল
(b) জাপান
(c) অস্ট্রেলিয়া
(d) তাইওয়ান
View Answer2. চিকিৎসাগত পণ্য নিয়ন্ত্রণের জন্য সম্প্রতি ভারত এবং কোন দেশের মধ্যে চুক্তি স্বাক্ষর হলো?
(a) বাংলাদেশ
(b) ফিনল্যান্ড
(c) সিঙ্গাপুর
(d) সুরিনাম
View Answer3. ভারতীয় রেলওয়ের 7 টি Multi-Tracking প্রকল্পের জন্য ভারত সরকার কত টাকা ব্যয়ের জন্য অনুমোদন দিয়েছে?
(a) 32,500 কোটি
(b) 35,500 কোটি
(c) 32,800 কোটি
(d) 38,500 কোটি
View Answer4. ভারতের প্রথম 3D-Printed পোস্ট অফিস কোথায় তৈরি হতে চলেছে?
(a) আসাম
(b) তামিলনাড়ু
(c) গুজরাট
(d) গোয়া
View Answer5. ‘e-visa‘ নামক সিস্টেমটি কোন দেশ চালু করল ভারতীয় ভ্রমণকারীদের ভিসা পাওয়ার ঝামেলা মুক্তি দেওয়ার জন্য?
(a) ইউক্রেন
(b) জাপান
(c) রাশিয়া
(d) ইতালি
View Answer6. মহারাষ্ট্রের সরকার সম্প্রতি চালু করল ‘ভগবান বিরসা মুন্ডা জোদরস্তে স্কিম‘ _________ টি জেলার আদিবাসীদের জন্য।
(a) 17 টি
(b) 25 টি
(c) 19 টি
(d) 21 টি
View Answer7. Crisil, 2024 অর্থবছরে ভারতের মোট দেশজ উৎপাদন বৃদ্ধির হার কত শতাংশ ঘোষণা করেছে?
(a) 7%
(b) 5%
(c) 9%
(d) 6%
View Answer8. South Indian Bank-এর MD এবং CEO হিসেবে কে নিযুক্ত হলেন?
(a) Amarjit Singh
(b) PR Seshadri
(c) R. Doraiswamy
(d) Amit Jhingran
View Answer9. প্রথম G20 ফিল্ম ফেস্টিভ্যাল কোথায় আয়োজিত হয়েছে?
(a) ব্যাঙ্গালোর
(b) কলকাতা
(c) কোয়েম্বাটুর
(d) নতুন দিল্লি
View Answer10. ১৯শে আগস্ট বিশ্ব মানবিক দিবস পালন করা হয় যার Theme ছিল______________।
(a) Humanity For All
(b) Be Kind for Human Beings
(c) It takes a village
(d) How someone can be a good Human being
View Answer✅️আগের দিনের কুইজে যোগ দিন…👇👇
1 thought on “20 & 21st August Current affairs Quiz in bengali 2023|| ২০ এবং ২১শে আগস্ট ২০২৩ কারেন্ট অ্যাফেয়ার্স mcq প্রশ্ন উত্তর”