Daily current affairs in bengali– কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিযোগিতামূলক সরকারি চাকরির পরীক্ষা যেমন PSC, BANK, WBCS, WBP Constable, RAIL, LIC ইত্যাদি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য অতি গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের ওয়েবসাইট www.gkguide.in– এ প্রতিদিন যে কারেন্ট অ্যাফেয়ার্স প্রদান করা হয় সেগুলো best sources নেওয়া হয়।
তাই আর দেরি না করে রোজ দেখুন প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স।
National News
1. USA- এর Boeing নামক একটা Aerospace এবং Defense manufacturer Company ঘোষণা করেছে যে USD 100 million বিনিয়োগ করবে ভারতের পরিকাঠামো ব্যবস্থা এবং Pilot -দের প্রশিক্ষণ দেওয়ার জন্য।
2. Green Hydrogen-এর উপর একটা আন্তর্জাতিক সম্মেলন ICGH-2023 (International Conference on Green Hydrogen) হতে চলেছে Vigyan Bhawan, New Delhi তে।
3. NASSCOM চুক্তি স্বাক্ষরিত করেছে MIDAS (Manchester’s Inward Investment Agency) এবং MAG (Manchester’s Airports Group) এর সাথে ভারতের Tech SMEs (Small and Medium Enterprises)-এর জন্য 1st launch Pad in UK-তে প্রতিষ্ঠিত করবে।
4. সাগর মালা কার্যক্রমের আওতায় গুজরাটের লোথালে National Maritime Heritage Complex তৈরি করা হবে যার জন্য আনুমানিক খরচা 4,500 কোটি টাকা ধার্য করা হয়েছে।
State News
5. Micron technology-এর সাথে চুক্তি স্বাক্ষর করেছে গুজরাট, আমেদাবাদে Semiconductor assembly (অর্ধপরিবাহী সমাবেশ) এবং Testing facility তৈরি করার জন্য।
6. উত্তরাখণ্ডের Naini saini Airport Aerodom License পেয়েছে DGCA (Directorate General of Civil Aviation)-এর দ্বারা।
7. বার্ষিক Hemis Monastery Festival, যেটা Hemis Tseschu নামে ও পরিচিত, লাদাখে উদযাপন করা হয়েছে।
-এই অনুষ্ঠান – Guru PadmaSambhava-এর জন্ম শতবার্ষিকী হিসাবে পালন করা হয়।
8. রাজস্থানের জয়পুরে, Divya Kala মেলার আয়োজন করা হয়েছে।
9. তামিলনাড়ু Electronics Goods রপ্তানি করার ক্ষেত্রে FY23-এ শীর্ষস্থান অধিকার করেছে।
10. মহারাষ্ট্রের Versova Bandra sea link (VBSL) -এর নাম পরিবর্তন করে Veer Savarkar setu ও The Mumbai Trans Harbour link (MTHL)এর নাম পরিবর্তন করে Atal Bihari Vajpayee Smruti Sewree Nhava Sheva Atal setu করা হয়েছে।
11. ভারতের বৃহত্তম ‘Natural Arch’ (প্রাকৃতিক খিলান) আবিষ্কৃত হয়েছে উড়িষ্যার Kanika range– এ।
Banking News
12. ব্যাঙ্ক অফ ইন্ডিয়া লঞ্চ করেছে BOI’s centralised Pool Buy-out এবং Co-lending cell House Mumbai, Maharashtra তে।
13. Kotak Bank partnership করেছে NPCI (National Payments Corporation of India)-এর সাথে Rupay Credit Cards on UPI offer করার জন্য।
Awards
14. Mahindra Last mile mobility ভারতের প্রথম firm যেটা ARAI(Automotive Research Association of India) থেকে PLI-AUTO (Production-linked incentive scheme for automobiles) পাবে under Rs. 25,938 কোটি।
Appointment
15. জার্মান Luxury গাড়ি প্রস্তুতকারক কোম্পানি Audi, Gernot Dollner– কে নতুন CEO হিসাবে নিযুক্ত করেছে।
Science
16. Greater চেন্নাই পুলিশ ভারতের প্রথম ‘Police Drone Unit’ তৈরি করেছে Chennai-তে, যার খরচা হবে Rs. 3.6 কোটি।
Defence News
17. Biggest air exercise ‘Tarang Shakti’ host করতে চলেছে Indian Air force (IAF)।
Sport
18. ভারতের ক্রিকেট দলের Jersey sponsor করেছে Dream11।
19. Neeraj Chopra, Lausanne Diamond League 2023 জিতেছে 87.66m best throw করে।
Books & Authors
20. ‘The yoga Sutras for children’ বইটি লিখেছেন ভারতীয় লেখিকা Rupa Pai।