1st August current affairs in bengali 2023|| ১লা আগস্ট কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা

1st August 2023 current affairs in bengali
১লা আগস্ট কারেন্ট অ্যাফেয়ার্স 2023

আজকের কারেন্ট অ্যাফেয়ার্স: কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা সরকারি চাকরির পরীক্ষা উত্তীর্ণ হওয়ার ক্ষেত্রে অনেকটাই গুরুত্বপূর্ণ, তাই প্রতিদিন Daily current affairs সম্পর্কে সচেতন থাকুন এবং আমাদের ওয়েবসাইটকে follow করুন।

National News

1. গোয়ায় অনুষ্ঠিত “Green Finance Summit” চলাকালীন, Power Finance Corporation Ltd (PFC) এবং Rural Electrification Corporation Ltd (REC), Clean Energy কোম্পানির সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে, মোট 5 লক্ষ কোটি টাকা তহবিল প্রদান করবে তাদের প্রকল্পগুলির জন্য।

2. সিনেমাটোগ্রাফ (সংশোধনী) বিল, 2023, রাজ্যসভায় পাশ হয়েছে, ফিল্ম পাইরেসির উপর প্রতিবন্ধকতা লাগানোর জন্য৷

3. কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দর যাদব, RECEIC (Resource Efficiency and Circular Economy Industry Coalition), চেন্নাইতে launch করেছেন

  • RECEIC এর প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে 39টি কোম্পানি যোগ দিয়েছে, যাদের সদর দপ্তর 11টি দেশে অবস্থিত৷

4. প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী উৎসর্গ করেছেন, 1 লক্ষ 25 হাজার Pradhan Mantri Kisan Samidhi Kendra (PMKSKs), রাজস্থানের সিকারে

  • তিনি ‘Urea Gold‘ও চালু করেন, যা মাটিতে সালফারের ঘাটতি দূর করতে সাহায্য করবে।

5. কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ launch করলেন ‘Mera Gaon Meri Dharohar‘, ‘Azadi ka Amrit Mahotsav’- এর অংশ হিসেবে৷

International News

6. ফিলিপিনস এ ক্ষয়ক্ষতির পর টাইফুন Doksuri চীনের দিকে ধেয়ে আসছে

  • ডকসুরি নামটি দক্ষিণ কোরিয়া থেকে দেওয়া যার অর্থ কোরিয়ান ভাষায় “ঈগল“৷

State News

7. পাঞ্জাব সরকার একটি চুক্তি স্বাক্ষর করেছে British Council Education India Pvt
Limited
-এর সাথে, ‘English for Work’ নামক একটি অনলাইন কোর্স চালু করার জন্য৷

8. Tata Technologies Limited, ছত্রিশগড় সরকারের সাথে 10 বছরের জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে, ছত্রিশগড়ের 36টি সরকারী মালিকানাধীন শিল্প প্রশিক্ষণ ইনস্টিটিউটকে (ITI) ‘ইন্ডাস্ট্রি 4.0 প্রযুক্তি হাবে’ পরিণত করার জন্য৷

9. লাদাখের প্রথম মহিলা পুলিশ স্টেশন পেল কার্গিল

Bank & Business News

10. Razorpay, ‘MoneySaver Export Account’ চালু করার জন্য ঘোষণা করেছে, ভারতীয় রপ্তানিকারকদের জন্য আন্তর্জাতিক ব্যাঙ্ক transfer-এর ক্ষেত্রে ছোট এবং মাঝারি আকারে রপ্তানিকারকরা 50% পর্যন্ত সঞ্চয় অফার পাবে৷

11. State Bank of India’s Ecowrap রিপোর্ট অনুযায়ী, 2027 সালে ভারত পৃথিবীর তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক দেশে পরিণত হতে চলেছে

  • বিশ্বের বৃহত্তম অর্থনীতিতে ভারত বর্তমানে ৫ম স্থানে রয়েছে৷

12. LIC launch করল ‘Jeevan Kiran’ Premium return সহ Life cover offer করার জন্য ৷

Defense News

13. TKMS (Thyssenkrupp Marine Systems) এবং MDL (Mazagon Dock Shipbuilders Limited) একটি চুক্তি স্বাক্ষর করেছে ‘INS Shankush’-কে আধুনিকীকরণের জন্য৷

Appointment News

14. IPCC (Intergovernmental Panel on Climate Change)-এর নতুন চেয়ারপারসন হলেন United Kingdom-এর Jim Skea

15. Central Bank of China-এর নতুন গভর্নর হলেন Pan Gongsheng

16. 62তম CSocD62 (Session of the Commission for Social Development)-এর Chairman হলেন ভারতের আমেরিকান রাষ্ট্রদূত Ruchira Kamboj

Award in News

’17. Miles Franklin Literary Award 2023 জিতলেন, অস্ট্রেলিয়ান লেখিকা Shankari Chandran তার ‘Chai Time at Cinnamon Gardens’ নামক বইটির জন্য৷

18. IoTechWorld Avigation-এর ‘AGRIBOT A6’ ড্রোনটি ‘Type Certification‘ পেয়েছে DGCA (Directorate General of Civil Aviation)- এর কাছ থেকে৷

Important Days

19. World Nature Conservation Day, 28শে জুলাই পালিত হয়েছে, এ বছরের theme ছিল ‘Forests and Livelihoods: Sustaining People and Planet’.

20. ৫০তম International Tiger Day, ২৯শে জুলাই পালিত হয়েছে

আজকের কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কিত কিছু FAQs:

1. PFC এর Headquarterকোথায় অবস্থিত?

উত্তর: নতুন দিল্লি৷

2. LIC এর Chairperson কে?

উত্তর: সিদ্ধার্থ মোহান্তি৷

3. LIC এর Headquarterকোথায় অবস্থিত?

উত্তর: মুম্বাই, মহারাষ্ট্র৷

4. IPCC এর সদর দপ্তর কোথায় অবস্থিত?

উত্তর: জেনেভা সুইজারল্যান্ড৷উত্তর: জেনেভা সুইজারল্যান্ড

5. Mazagon Dock Shipbuilders Limited এর সদর দপ্তর কোথায় অবস্থিত?

উত্তর: মুম্বাই মহারাষ্ট্র

✅️ আগের পোস্টটি পড়ুন……..👇👇

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
“৩০ এবং ৩১শে জুলাই কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা”

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

1 thought on “1st August current affairs in bengali 2023|| ১লা আগস্ট কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা”

Leave a comment