আজকে আপনাদের জন্য দেওয়া রইলো 1st & 2nd October 2023-এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স mcq প্রশ্ন উত্তর।
1. ‘India Smart Cities Conclave 2023’ সম্প্রতি কোথায় অনুষ্ঠিত হয়েছে?
(A) নতুন দিল্লি
(B) মধ্যপ্রদেশ
(C) গুজরাট
(D) রাজস্থান
View Answer
2. Giorgio Napolitano সম্প্রতি প্রয়াত হলেন, তিনি কোথাকার রাষ্ট্রপতি ছিলেন?
(A) জাপান
(B) নর্থ কোরিয়া
(C) ইতালি
(D) ফ্রান্স
View Answer3. কোন দেশের মুদ্রা সেরা পারফর্মিং ইউনিট হিসেবে স্বীকৃতি পেয়েছে?
(A) আমেরিকা
(B) আফগানিস্তান
(C) জাপান
(D) বাংলাদেশ
View Answer4. ভারতীয় নির্বাচন কমিশন সম্প্রতি কোন দেশের নির্বাচন কমিশনের সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে, নির্বাচন ব্যবস্থায় একে অপরকে সহযোগিতা করার জন্য?
(A) Seychelles
(B) Chine
(C) France
(D) Germany
View Answer5. “শিখো পায়সো কি ভাষা“ নামক উদ্যোগের জন্য, Kotak Mahindra Asset Management Company Limited সম্প্রতি কার সাথে অংশীদারত্ব করেছে?
(A) ICSE
(B) NCERT
(C) CBSE
(D) NIOS
View Answer6. ‘ই-লার্নিং প্রোগ্রাম‘ সম্প্রতি চালু করলো কে?
(A) ILO
(B) WHO
(C) UNDP
(D) UNESCO
View Answer7. তাইওয়ান লঞ্চ করলো তাদের প্রথম দেশীয়ভাবে নির্মিত সাবমেরিন- যার নাম “হাই কুন”, এই হাই কুন শব্দের অর্থ কি?
(A) এক ধরনের আদিবাসী সম্প্রদায়
(B) পৌরাণিক সামুদ্রিক প্রাণী
(C) পৌরাণিক এক শক্তিশালী পশু
(D) এক ধরনের সাইক্লোন
View Answer8. বিশ্ব হার্ট দিবস কত তারিখে পালন করা হলো
(A) 30 সেপ্টেম্বর
(B) 27 সেপ্টেম্বর
(C) 25 সেপ্টেম্বর
(D) 29 সেপ্টেম্বর
View Answer9. কে সম্প্রতি তার ভূমিকম্প সতর্কতা সিস্টেম চালু করেছে?
(A) Twitter
(B) Phonepe
(C) Google
(D) Microsoft Edge
View Answer10. PhonePe, নিজস্ব অ্যাপ স্টোর প্ল্যাটফর্ম লঞ্চ করেছে এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
(A) নতুন দিল্লি
(B) বেঙ্গালুরু
(C) চেন্নাই
(D) মুম্বাই
View Answer✅️ আগের কুইজে যোগ দিন….
1 thought on “1st & 2nd October Current affairs Quiz in bengali 2023|| কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন উত্তর”