আজকে আপনাদের জন্য রইল ১৮ই আগস্ট ২০২৩ -এর কারেন্ট অ্যাফেয়ার্স।
National News
1. NHPC Ltd এবং Universal Health Foundation একটি চুক্তি স্বাক্ষর করেছে প্রাথমিক অবকাঠামোর সুযোগ সুবিধার জন্য।
2. ভারত সরকার, ‘বিশ্বকর্মা প্রকল্প‘ চালু করতে চলেছে ১৭ সেপ্টেম্বর ২০২৩-এ, যার বাজেট 13,000 কোটি থেকে 15,000 কোটি। এই প্রকল্প চালু করা হবে নাপিত, ধোপা, স্বর্ণকার ও আরো অন্যান্য দক্ষ শ্রমিকদের জন্য।
State News
3. গোয়া সরকার launch করল ‘Gramin Mitra‘ নামক Scheme, ডিজিটাল স্কিমের Door-step Delivery-এর জন্য।
4. কেন্দ্রীয় মন্ত্রী Parshottam Rupala, ‘A-HELP‘ (Accredited Agent for Health and Extension of Livestock Production) নামক একটি অনুষ্ঠান লঞ্চ করলেন গুজরাটে।
5. MeitY সেক্রেটারি AK Sharma, launch করলেন-‘Graphene-Aurora Program‘ কোচি, কেরালাতে-যার বাজেট 94.85 কোটি।
6. কেন্দ্রীয় মন্ত্রী Nitin Gadkari উদ্বোধন করলেন, 865 কোটির Multi-level flyover পুনে মহারাষ্ট্রতে, এবং launch করলেন ‘One Pune Card‘।
Bank & Business News
7. চলতি আর্থিক বছরের First quarter-এ লোন এবং আমানত বৃদ্ধির ক্ষেত্রে শীর্ষস্থান অধিকার করেছে ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র।
8. Zerodha Broking Limited, SEBI (Securities and Exchange Board of India)-এর থেকে চূড়ান্ত অনুমোদন পেয়েছে Asset Management Company হিসেবে কাজ করার জন্য।
9. Air India একটি নতুন লোগো উন্মোচন করেছে, যেটির নাম হল ‘The Vista‘।
Appointment News
10. LIC (Life Insurance Corporation of India)-এর MD (Managing Director) হিসেবে সম্প্রতি নিযুক্ত হলেন R. Doraiswamy।
Awards in News
11. মাননীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সশস্ত্র বাহিনী ও CAPF কর্মীদের জন্য অনুমোদন করলেন 76 Gallantry Award, স্বাধীনতা দিবস উপলক্ষে।
12. ‘Champaran Mutton‘ একমাত্র ভারতীয় সিনেমা যেটি অস্কারের সেমিফাইনাল লিস্টে পৌঁছিয়েছে।
13. 12th আগস্ট 2023-এ Union Home Minister’s Medal for Excellence in Investigation প্রদান করা হয় 140 জন পুলিশ কর্মকর্তাকে।
Books & Authors
14. IAS অফিসার Asutosh Agnihotri‘ সম্প্রতি একটি বই লিখলেন যার নাম ‘Kuch Adhure Shabd‘।
15. Youtuber এবং অভিনেত্রী Prajakta Kohli সম্প্রীতি তার একটি বই ‘Too Good To Be True‘ launch করলেন।
Sport News
16. কানাডিয়ান ওপেন 2023 Title জিতলেন Jannik Sinner।
Obituary
17. Sulabh International Social Service Organisation-এর প্রতিষ্ঠাতা এবং পদ্মভূষণ প্রাপক Dr. Bindeshwar Pathak সম্প্রতি প্রয়াত হয়েছেন।
Important Days
18. এ বছর ১৫ই আগস্ট আমাদের ৭৭ তম স্বাধীনতা দিবস পালিত হয়েছে।
Theme: “Nation First, Always First“.
19. Parsi নতুন বছর অথবা Navroz পালিত হয়েছে 16ই আগস্ট।
✅️আগের পোস্টটি পড়ুন…👇👇👇
1 thought on “18th August current affairs in bengali 2023||১৮ই আগস্ট কারেন্ট অ্যাফেয়ার্স 2023”