আজকে আপনাদের জন্য রইলো ১৪ই সেপ্টেম্বর ২০২৩-এর কারেন্ট অ্যাফেয়ার্স।
National News
1. ভারত ও বাংলাদেশের মধ্যে তিনটি চুক্তি স্বাক্ষর হয়েছে দ্বিপাক্ষিক সহযোগিতা আরো জোরদার করার জন্য।
2. ভারত এবং সৌদি আরব চুক্তি স্বাক্ষর করেছে এনার্জি সেক্টরে একে অপরকে সহযোগিতা করার জন্য।
International News
3. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্প্রতি জাকার্তা সফর সম্পন্ন করলেন ইন্দোনেশিয়াতে 20th ASEAN-India Summit & 18th East Asia Summit-এ অংশগ্রহণ করার জন্য।
4. আমেরিকান শহর Louisville-এ 3rd সেপ্টেম্বর ‘সনাতন ধর্ম দিবস‘ হিসেবে পালন করার ঘোষণা করা হলো।
State News
5. কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে মহারাষ্ট্র সম্প্রতি পালন করল ‘Dahi Handi Festival‘।
6. তামিলনাড়ু সরকার লঞ্চ করতে চলেছে ‘Kalaignar Magalir Urimai Thogai Thittam‘ প্রকল্প যা এক কোটির বেশি মহিলাদের মাসিক সাহায্য প্রদান করবে।
Bank & Business News
7. AU Small Finance Bank, Star Health এবং Bajaj Allianz-এর সাথে পার্টনারশিপ করেছে ইন্সুরেন্স প্রোডাক্ট প্রদান করার জন্য।
Appointment News
8. Association of Investment Bankers of India (AIBI)-এর চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন Mahavir Lunawat।
9. ICICI ব্যাংকের MD & CEO হিসেবে পুনরায় নিযুক্ত হলেন Sandeep Bakhshi।
Science & Tech
10. উত্তর কোরিয়া লঞ্চ করল তার প্রথম অপারেশনাল ট্যাকটিক্যাল নিউক্লিয়ার অ্যাটাক সাবমেরিন “Hero Kim Kun Ok” সাবমেরিন নম্বর 841।
Awards
11. CSIR (Council of Scientific and Industrial সম্প্রতি প্রকাশ করল শান্তি স্বরূপ ভাটনগর অ্যাওয়ার্ডস 2022। এ বছরে পুরস্কার প্রাপকদের মধ্যে 45 বছরের কম বয়সী 12 জন বিজ্ঞানী রয়েছেন।
Sports
12. Novak Djokovic তার 24th Grand Slam টাইটেল কি জিতল 143rd Edition of US Open 2023-এ।
13. শ্রীলঙ্কার, কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে পাকিস্তানের বিরুদ্ধে Asia Cup 2023 চলাকালীন ভারতের বিরাট কোহলি দ্রুততম 13,000 ODI রান করেছেন।
14. এশিয়া কাপ 2023 ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে কলম্বোতে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা 10,000 ODI রান পূর্ণ করেছেন।
Obituary
15. প্রখ্যাত রাজনৈতিক কার্টুনিস্ট অজিত নিনান সম্প্রতি প্রয়াত হলেন।
Important Days
16. United Nations Day For South-South Cooperation 2023, 12th সেপ্টেম্বর পালন করা হলো।
Theme: “Solidarity, Equity and Partnership: Unlocking South-South Cooperation to Achieve the SDGs”.
✅️ আগের পোস্টটি পড়ুন….
1 thought on “14th September current affairs in bengali 2023|| ১৪ই সেপ্টেম্বর কারেন্ট অ্যাফেয়ার্স 2023”