আজকে আপনাদের জন্য রইল ১২ই আগস্ট ২০২৩-এর কারেন্ট অ্যাফেয়ার্স।
National News
1. ভারতের eGov ফাউন্ডেশন এবং UNDP Indonesia (United Nations Development Programme) একটি চুক্তি স্বাক্ষর করেছে ইন্দোনেশিয়ায় চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনাকে উন্নত করার জন্য।
2. Apraava Energy Private Ltd তার বিভিন্ন প্রকল্পের জন্য 9,120 কোটি টাকা অর্থায়ন পেতে REC (Formerly Rural Electrification Corporation Limited) এবং PFC (Power Finance Corporation Ltd )-এর সাথে চুক্তি স্বাক্ষর করেছে।
3. দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা মন্ত্রণালয় (MSDE) ‘Transforming lives, building futures: Skill development and entrepreneurship‘ নামক একটি বিশেষ দক্ষতা উন্নয়ন কার্যক্রমের আয়োজন করেছে উত্তর এবং পূর্বাঞ্চলে।
- এই কার্যক্রমের সাথে যুক্ত উদ্যোক্তাদের উৎসাহিত করতে ভারত সরকার 360 টাকার একটি উল্লেখযোগ্য তহবিল বরাদ্দ করেছে।
Bank & Business News
4. AU Small Finance Bank, ভারতের বৃহত্তম Small Finance Bank, হয়ে উঠেছে যেটি ভারতের প্রথম ব্যাঙ্ক যে 365 দিনে 24X7 ভিডিও ব্যাঙ্কিং সুবিধা বিনামূল্যে তার গ্রাহকদের অফার করতে চলেছে।
- এই সুবিধা পেতে গেলে গ্রাহকের বয়স কমপক্ষে 18 বছর হতে হবে এবং ভিডিও কল করার সময় তাকে ভারতে থাকতে হবে।
5. Airtel Payments Bank launch করেছে ভারতের ১ম ইকো-ফ্রেন্ডলি ডেবিট কার্ড।
6. ভারতের Exim Bank, GIFT City (Gujarat International Financial Tec) গুজরাটে, নিজের সহায়ক কোম্পানি ‘Exim Finserve‘ launch করেছে।
7. বন্ধন ব্যাংক, উড়িষ্যা সরকারের সাথে অংশীদারত্ব করেছে OTDC(Odisha Tourism Development Corporation) পেমেন্ট সমাধান সহজতর করতে।
8. CCI (Competition Commission of India), Tata Cleantech Capital Limited (TCCL) এবং Tata Capital Financial Services Limited (TCFSL)-কে Tata Capital Limited (TCL)-এ একীভূতকরণের অনুমোদন দিয়েছে।
Appointment News
9. নাইজারের ক্রান্তিকালীন প্রধানমন্ত্রী হিসেবে সম্প্রতি নিযুক্ত হলেন Ali Mahaman Lamine Zeine।
10. ভারতীয় বংশোদ্ভূত বৈভব তানেজা টেসলার নতুন প্রধান আর্থিক কর্মকর্তা (Chief Financial Officer) হিসেবে নিযুক্ত হলেন।
11. HDFC ব্যাঙ্কের, শশীধর জগদীশান Highest-Paid Bank CEO হয়েছেন এবং আর্থিক বছর 2022-23 এ মোট বেতন 10.55 কোটি টাকার বেশি পেয়েছেন।
Award in News
12. আফ্রিকায় স্বাস্থ্যসেবা সম্প্রসারণের জন্য Global Leader Award 2023 পেলেন LifeCare Group এর প্রধান Jayesh Saini।
Defense News
13. ড্রোন প্রস্তুতকারক Dhaksha Unmanned Systems Pvt. Ltd ভারতীয় সেনাবাহিনীকে 200 টি ড্রোন সরবরাহ করার জন্য 165 কোটি টাকার একটি অর্ডার পেয়েছে।
Important Days
14. জাতীয় জ্যাভলিন দিবস প্রতিবছর 7th আগস্ট পালন করা হয়, যেদিন নীরজ চোপড়া টোকিও 2020 অলিম্পিকে Men’s Javelin throw তে ভারতের জন্য সোনা জিতেছিলেন।
15. নাগাসাকি দিবস প্রতি বছর সারা বিশ্বে 9th আগস্ট পালিত হয়।
16. World’s Indigenous Peoples Day প্রতিবছর 9th আগস্ট পালিত হয়।
Theme-“Indigenous Youth as Agents of Change for Self-determination“.
✅️আগের দিনের পোস্টটি পড়ুন…👇👇
1 thought on “12th August current affairs in bengali 2023||১২ই আগস্ট কারেন্ট অ্যাফেয়ার্স 2023”