10th July current affairs in bengali 2023|| 10th জুলাই কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Current affairs in bengali 10 July 2023
Today current affairs in bengali 10 July 2023

Daily current affairs in bengali– কারেন্ট অ্যাফেয়ার্স সমস্ত রকমের প্রতিযোগিতামূলক সরকারি চাকরির পরীক্ষা যেমন Public Service Comission, IBPS, SBI, RBI, IBPS RRB, WBCS, WBP Constable, WBP SI, SSC, RAIL, LIC ইত্যাদি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য একটি অতি গুরুত্বপূর্ণ বিষয়। যে কোনো ধরণের Competitive exam এর জন্য কারেন্ট অ্যাফেয়ার্স একটি অপরিহার্য বিষয়। আমাদের ওয়েবসাইট এ প্রতিদিন যে কারেন্ট অ্যাফেয়ার্স প্রদান করা হয় সেগুলো বিভিন্ন ধরনের Newspaper যেমন The Hindu, Indian Express, Times of India, Business Standard এবং বিভিন্ন ধরণের সরকারি ওয়েবসাইট থেকে নেওয়া হয়।

আমাদের উদ্দেশ্য হলো প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স বিভিন্ন ধরণের Source থেকে সংগ্রহ করে আপনাদের সামনে সুন্দর ভাবে উপস্থাপনা করা যাতে আপনারা সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স এক জায়গাতে পেয়ে যান এবং আপনাদের সময় বাঁচে। তাই প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স পেতে follow করুন আমাদের gkguide.in ওয়েবসাইট।

Todays current affairs in bengali:

চলুন তাহলে দেখে নেওয়া যাক 10th July 2023 এর গুরুত্তপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি-

National News

1. Asian Development Bank(ADB), $200 million অতিরিক্ত তহবিল প্রদান করবে, ভারতের চলমান নগর উন্নয়ন প্রকল্পের জন্য।

2. ভারতের বাইরে এই প্রথম IIT Campus (IIT-Madras) তৈরি করা হবে Zanzibar, Tanzania-তে।

3. University of Jaffna এবং IIT-Madras গবেষণা সংক্রান্ত উদ্যোগ প্রচারের জন্য একে অপরের সাথে চুক্তি স্বাক্ষর করেছে।

4. IFFCO (Indian Farmers Fertilizer Cooperative Limited), 2500 টি Agricultural drone সংগ্রহ করবে, জমিতে সার দেওয়ার জন্য এবং গ্রামীণ উদ্যোক্তাদের প্রশিক্ষণ দেবে।

5. তাইওয়ানের সরকার, মুম্বাইতে Taipei Economic and Cultural Center (TECC) তৈরি করবে, বর্তমানে এই সেন্টার ভারতের দিল্লি ও চেন্নাইতে রয়েছে।

6. Union Home Minister Amit Shah, ভারতের প্রথম সমবায় দ্বারা চালিত সৈনিক স্কুলের ভিত্তি প্রস্তর স্থাপন করেন Mehsana, Gujrat-এ, এটা তৈরি করতে 75 কোটি টাকা খরচ হবে।

7. Space Economy Leaders Meeting-এর চতুর্থ সংস্করণ ব্যাঙ্গালোরে শুরু হয়েছে।

Theme- ‘Towards a New Space ERA (Economy, Responsibility, Alliance)’

8. উত্তরাখণ্ডের যোশীমঠ-এ 6 টি seismogram টাওয়ার তৈরি করা হবে ভূমিধসের কারণ কে পর্যবেক্ষণ করার জন্য।

International News

9. 67th TAAI (Travel Agents Association of India) conference শুরু হয়েছে শ্রীলংকার কলম্বিয়াতে

Theme-“Transcending Borders, Transforming Lives”।

State News

10. জম্মু-কাশ্মীর সরকার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের অবসরে নেওয়ার বয়স কে 62 বছর থেকে বাড়িয়ে 65 বছর করেছে।

Read More…..

8th & 9th জুলাই কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা

7 জুলাই কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা

Bank & Business News

11. লন্ডনে অবস্থিত HSBC (Hong Kong and Shanghai Corporation) Limited, 4 বছর পর পুনরায় ভারতে নিজের ব্যাংকের ব্যবসা কে চালু করতে চলেছে।

12. Karnataka Bank, ‘Technology & Digital Hub’-খুলতে চলেছে ব্যাঙ্গালোরে

13. Facebook- এর Meta , একটি নতুন Social media platform চালু করতে চলেছে যার নাম ‘Threads’

Appointment News

14. National Green Tribunal-এর Acting Chairman হলেন- Justice Sheo Kumar Singh

15. FAO (Food and Agricultural Organization)-এর Director General হিসাবে পুনরায় নির্বাচিত হলেন-QU Dongyu

Defense News

16. Indian Naval Air Squadron 324, তার প্রথম বার্ষিকী দিবস উদযাপন করলো INS Dega, বিশাখাপত্তনামে

Important Days

17. Global forgiveness day-7th July পালন করা হয়।

18. Global Energy Independence Day -10th July পালন করা হয়।

Thank you for being with us….Please share with your friends

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

1 thought on “10th July current affairs in bengali 2023|| 10th জুলাই কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা”

Leave a comment