8th & 9th July current affairs in bengali 2023|| 8th & 9th জুলাই কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
8th and 9th জুলাই অ্যাফেয়ার্স 2023
জুলাই মাসের কারেন্ট অ্যাফেয়ার্স 2023

Daily current affairs in bengali– কারেন্ট অ্যাফেয়ার্স সমস্ত রকমের প্রতিযোগিতামূলক সরকারি চাকরির পরীক্ষা যেমন Public Service Comission, IBPS, SBI, RBI, IBPS RRB, WBCS, WBP Constable, WBP SI, SSC, RAIL, LIC ইত্যাদি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য একটি অতি গুরুত্বপূর্ণ বিষয়। যে কোনো ধরণের Competitive exam এর জন্য কারেন্ট অ্যাফেয়ার্স একটি অপরিহার্য বিষয়। আমাদের ওয়েবসাইট এ প্রতিদিন যে কারেন্ট অ্যাফেয়ার্স প্রদান করা হয় সেগুলো বিভিন্ন ধরনের Newspaper যেমন The Hindu, Indian Express, Times of India, Business Standard এবং বিভিন্ন ধরণের সরকারি ওয়েবসাইট থেকে নেওয়া হয়।

আমাদের উদ্দেশ্য হলো প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স বিভিন্ন ধরণের Source থেকে সংগ্রহ করে আপনাদের সামনে সুন্দর ভাবে উপস্থাপনা করা যাতে আপনারা সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স এক জায়গাতে পেয়ে যান এবং আপনাদের সময় বাঁচে। তাই প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স পেতে follow করুন আমাদের gkguide.in ওয়েবসাইট।

Todays current affairs in bengali:

চলুন তাহলে দেখে নেওয়া যাক 8th & 9th July 2023 এর গুরুত্তপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি-

National News

1. DGCA (Directorate General of Civil Aviation) এবং EASA (European Union Aviation Safety Agency) একটি চুক্তি স্বাক্ষর করেছে-‘Unmanned Aircraft Systems’ (UAS) এবং innovative air mobility -এর ক্ষেত্রে একে অপরের সাথে সহযোগিতা বাড়ানোর জন্য।

2. Ministry of Home affairs (MHA), রাজ্যগুলির জন্য Fire Services-এর সম্প্রসারণ ও আধুনিকীকরণের জন্য একটি প্রকল্প চালু করেছেন যার মোট ব্যয় Rs 5000 কোটি টাকা

International News

3. UNCTAD-এর World Investment Report 2023 (WIR 2023): Investing in Sustainable Energy for all-অনুযায়ী 2022-এ, বিশ্বের FDI Flow 12% কমে, USD 1.3 trillion হয়েছে

State News

4. উড়িষ্যা সরকার ‘মো জঙ্গল জামি যোজনা’ চালু করেছে বনবাসীদের সমস্ত রকম অধিকারের জন্য আগামী দু বছরে

5. জম্মু-কাশ্মীর চালু করেছে ভারতের প্রথম Tele-MANAS (Mental Health Assistance and Networking Across States) Chatbot, সেই সমস্ত মানুষের জন্য যারা মানসিক সমস্যা বা যন্ত্রনাতে ভুগছে

6. তামিলনাড়ু পুলিশ launch করেছে “Pengal Pathukaaptu Thittam”– সেই সমস্ত মহিলাদের জন্য যারা রাতে একা যাতায়াত করে(10 pm-7 am)

Appointment News

7. Eknanth Shinde দ্বারা পরিচালিত নতুন সরকারের First woman minister হলেন Aditi Tatkare, তিনি Minister of state for Water Resources and Medical Education হিসাবে নিযুক্ত হবেন

আরও পড়ুন

7 জুলাই কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা 2023

6 জুলাই কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা 2023

Bank & Business News

8. ভারতের Reserve Bank of India, দুটি Bank-এর license cancel করেছে, যার মধ্যে প্রথম হল মহারাষ্ট্রের বুলধনার, Malkapur Urban Co-operative Bank Ltd. এবং দ্বিতীয়টি হল কর্নাটকের ব্যাঙ্গালোরের, Shushruti Souharda Sahakara Bank Niyamita

9. Personal Loan-এর মাধ্যমে নতুন ক্রেতাদের আকর্ষণ করার জন্য Flipkart, Axis Bank-এর সাথে partnership করেছে, এই loan Flipkart App-এর মাধ্যমে প্রদান করা হবে এবং লোনের পরিমাণ 5 lakh পর্যন্ত হবে

Defense News

10. Indian Navy এবং USA Navy-এর মধ্যে SALVEX Exercise হবে-কোচি, কেরালাতে।

11. Indian Navy, JIMEX 23(Japan India Maritime Exercise) পরিচালনা করতে চলেছে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনামে

Award in News

12. AIFF (All India Football Federation 2023)-অনুযায়ী Indian Men’s Football Player হয়েছেন-Lallianzuala Chhangte (Mizoram), এবং Indian Women’s Football Player হয়েছেন-Manisha Kalyan (Punjab)।

13. MoHFW (The Ministry of Health and Family Welfare), ‘ক্রেতা বিক্রেতা গৌরব সম্মান সমারোহ 2023 অ্যাওয়ার্ড’ পেয়েছে- 2022-23 আর্থিক বিভাগে।

14. তামিলনাড়ুর আন্নামালাই টাইগার রিজার্ভ থেকে তোলা একটি হাতির চিত্র, ‘Siena Drone Photo Award 2023’ জিতেছে।

Summits

15. U20 Mayoral Summit, গুজরাটের আমেদাবাদ ও গান্ধীনগর-এ শুরু হয়েছে।

Sport News

16. নেদারল্যান্ডের Men’s Hockey team, FIH (Federation Internazionale de Hockey) Hockey Pro league 2022-23 জিতেছে, Belgium-কে হারিয়ে, যেটা Antwerp, Belgium-এ অনুষ্ঠিত হয়েছিল।

Player of the match হয়েছেন-Jip Janseen (The Netherlands)

17. বাংলাদেশের ক্রিকেটার তামিম ইকবাল আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন

Important Days in News

18. World Chocolate Day-7 জুলাই পালন করা হয়।

আজকের কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কিত কিছু GK:

1. EASA কত সালে তৈরি হয় এবং এর Headquarter কোথায় ?

উত্তর: EASA অর্থাৎ European Union Aviation Safety Agency 2002 তে তৈরি হয় এবং এর Headquarter Cologne, Germany।

2. UNCTAD এর Full form হলো কি এবং এর Headquarter কোথায় ?

উত্তর: UNCTAD এর Full form হলো United Nations Conference on Trade and Development এবং এর Headquarter Geneva, Switzerland।

3. রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কবে প্রতিষ্ঠিত হয় ?

উত্তর: RBI, 1st April 1935 এ কলকাতায় প্রতিষ্ঠিত হয়।

4. রিজার্ভ ব্যাংকের বর্তমান গভর্নর কে ?

উত্তর: Shaktikanta Das।

5. রিজার্ভ ব্যাংকের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত ?

উত্তর: মুম্বই, মহারাষ্ট্র।

Thank you for being with us….Please share with your friends

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

2 thoughts on “8th & 9th July current affairs in bengali 2023|| 8th & 9th জুলাই কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা”

Leave a comment