আজকে আপনাদের জন্য দেওয়া রইলো ১১ই অক্টোবর ২০২৩-এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স mcq প্রশ্ন উত্তর।
1. ভারতীয় নৌবাহিনী কোন ব্যাংকের সহযোগিতায় লঞ্চ করেছে NAV- eCash card?
(A) Union Bank of India
(B) State Bank of India
(C) Axis Bank
(D) Allahabad Bank
View Answer2. সম্প্রতি রাজস্থান তিনটি নতুন জেলার ঘোষণা করেছে এবং এই জেলাগুলি মিলে রাজস্থানের মোট জেলার সংখ্যা কত হলো?
(A) 56টি
(B) 76টি
(C) 53টি
(D) 54টি
View Answer3. Asian Development Bank আসামের বন্যা নিয়ন্ত্রণের ব্যবস্থাপনার জন্য কত টাকার লোন দিতে চলেছে?
(A) 150 মিলিয়ন মার্কিন ডলার
(B) 200 মিলিয়ন মার্কিন ডলার
(C) 250 মিলিয়ন মার্কিন ডলার
(D) 120 মিলিয়ন মার্কিন ডলার
View Answer4. ২০২৩-এ সাহিত্যের জন্য নোবেল পুরস্কার কে পেলেন?
(A) Jon Olav Fosse
(B) Louis E. Brus
(C) Alexei I. Ekimov
(D) Drew Weissman
View Answer5. সম্প্রতি ভারত সমুদ্র বিজ্ঞান এবং মেডিকেল প্রোডাক্টসের জন্য কোন দেশের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে?
(A) কেনিয়া
(B) নিউজিল্যান্ড
(C) অস্ট্রেলিয়া
(D) ডোমিনিকান রিপাবলিক
View Answer6. AIBD-এর সাধারন সম্মেলনের এবারের প্রেসিডেন্ট কে হয়েছে?
(A) মালয়েশিয়া
(B) ভারত
(C) জাপান
(D) আফগানিস্তান
View Answer7. SAFF Under-19 Championship-এ ভারত, পাকিস্তানকে হারিয়েছে এই চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
(A) কাঠমান্ডু, নেপাল
(B) কুয়ালালামপুর, মালয়েশিয়া
(C) টোকিও, জাপান
(D) মাদ্রিদ, স্পেন
View Answer8. কোন রাজ্য সম্প্রতি চালু করল “মুখ্যমন্ত্রীর প্রাতঃরাশ পরিকল্পনা” স্কুলের শিশুদের জন্য?
(A) তামিলনাড়ু
(B) তেলেঙ্গানা
(C) মেঘালয়
(D) হিমাচলপ্রদেশ
View Answer9. JioMart-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে হলেন?
(A) রোহিত শর্মা
(B) মহেন্দ্র সিং ধোনি
(C) কার্তিক আরিয়ান
(D) বিরাট কোহলি
View Answer10. মিলাক নদী থেকে সম্প্রতি এক নতুন ধরনের বাডিস মাছের প্রজাতি আবিষ্কৃত হয়েছে যার নাম রাখা হয়েছে “Badis Limaakumi“, এই মিলাক নদী কোন রাজ্যে অবস্থিত?
(A) মিজোরাম
(B) সিকিম
(C) নাগাল্যান্ড
(D) কেরালা
View Answer11. সম্প্রতি অরুণাচল প্রদেশের কোন পণ্যকে GI Tag দেওয়া হয়েছে?
(A) খামতি রাইস
(B) কেন্দ্রপাড়া রাসাবালী
(C) টাংস টেক্সটাইল পণ্য
(D) A এবং C
View Answer12. 100 মিটারের স্ল্যাকলাইন ওয়াকের World Record করলেন Shi Hailin, তিনি কোন দেশের বাসিন্দা?
(A) ইন্দোনেশিয়া
(B) নরওয়ে
(C) চীন
(D) মালয়েশিয়া
View Answer13. “মোবাইল হ্যান্ডহেল্ড ডিভাইস“ সম্প্রতি লঞ্চ করল কোন ব্যাংক?
(A) Punjab National Bank
(B) State Bank of India
(C) Dena Bank
(D) Indian Overseas Bank
View Answer14. অল ইন্ডিয়া পুলিশ সাইন্স কংগ্রেস সম্প্রতি কোথায় অনুষ্ঠিত হয়েছে?
(A) উত্তরাখণ্ড
(B) হিমাচল প্রদেশ
(C) উত্তর প্রদেশ
(D) গুজরাট
View Answer15. বিশ্ব ডাক দিবস প্রতিবছর কত তারিখে পালিত হয়?
(A) 8 অক্টোবর
(B) 4 অক্টোবর
(C) 7 অক্টোবর
(D) 9 অক্টোবর
View Answer16. Reserve Bank of India-এর চতুর্থ দ্বি-মাসিক মুদ্রানীতিতে Policy Repo Rate কত শতাংশ ঘোষণা করা হয়েছে?
(A) 6.75%
(B) 4.5%
(C) 6.25%
(D) 6.50%
View Answer✅️ আগের কুইজে যোগ দিন….
1 thought on “11th October Current affairs Quiz in bengali 2023|| ১১ই অক্টোবর কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন উত্তর”